নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

৪৯তম জাতীয় সমবায় দিবস : সমবায়ী ভাবনা !

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

৪৯তম জাতীয় সমবায় দিবস : সমবায়ী ভাবনা !

কৃষাণের জীবনের শরিক যে জন,
কর্মে ও কথায় সত্য আত্নীয়তা করেছে অর্জন
যে আছে মাটির কাছাকাছি,
সে কবির বাণী-লাগি কান পেতে আছি ।





আজ (০৭/১১/২০৯০ ইং ) শনিবার বাংলাদেশের সর্বত্র ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয় ।
ঢাকায় বঙ্গবন্ধু কসভনেশন সেন্টারে মূল অনুষ্ঠান শুরু হয় সকাল ১০.০১ মি.
করোনার কথা মনে রেখে স্বাস্হ্যবিধি পালন করে যথাযথ ব্যবস্হা গ্রহন করা হয়, সকলকে মাস্ক বিতরন
ও দুরত্ব বজায় রেখে বসার আয়োজন করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা "
অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা ছিলেন :-
মাননীয় মন্ত্রী,জনাব মো: তাজুল ইসলাম, এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ,
মাননীয় প্রতিমন্ত্রী, জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ,
জনাব মো: রেজাউল আহসান সচিব,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ,বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
জনাব মো: আমিনুল ইসলাম, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা।
জনাব শেখ নাদির হোসেন , সভাপতি জাতীয় সমবায় ইউনিয়ন ।

প্রতি বৎসরের ন্যায় বাংলাদেশে নভেম্বরের ১ম সপ্তাহে এই অনুষ্ঠান করার বিধান আছে ।
তাই প্রতি বৎসর জাতীয় সমবায় দিবস পালন করা হয় ।বরাবরের মতো এবারও আমন্ত্রন পেয়ে অনুষ্ঠানে যোগ দেই ,
এই দিনে সমবায়ীরা তাদের সুখ দুখ, হাসি কান্না, অভিজ্ঞতা শেয়ার করে ,অন্যকে পুরস্কৃত করে আর
নিজস্ব সুবিধা অসুবিধার কথা প্রকাশ/দাবী করে সমাধান আশা করে ।

তবে করোনার কারনে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরাসরি না এসে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন ও সমবায়ী বক্তৃতা দেন ।শীতের আগমনের সঙ্গে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি সম্পর্কে পুনরায় সকলকে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাস্ক ছাড়া ঘরের বাইরে যেন কেউ বের না হন সেদিকে দৃষ্টি রেখে নিজেকে এবং অপরকে নিরাপদ রাখতে হবে।৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ভাসমান বেদে সম্প্রদায়কে মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরকার জায়গা প্রদান করে ঘর-বাড়ি নির্মাণ করে দিচ্ছে। তাদের প্রশিক্ষণ দিয়ে সমবায় সমিতি করে দেওয়ার মাধ্যমে জীবন-জীবিকায় নতুন করে উৎসাহ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, সরকার জাতীয় সমবায় নীতিমালা-২০১২, পুনরায় সমবায় সমিতি (সংশোধন) আইন- ২০১৩ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৮ প্রণয়ন করেছে। জাতির পিতা প্রদর্শিত পথই একমাত্র পথ, যে পথে দেশকে আমরা এগিয়ে নিতে পারি।

তিনি আরও বলেন, আমরা দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় দুগ্ধ কারখানা স্থাপন’ এবং
‘বৃহত্তর ফরিদপুরের চরাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় গবাদিপশুর জাত উন্নয়ন ও দুগ্ধের বহুমুখী ব্যবহার নিশ্চিতকরণ কারখানা
স্থাপন’ প্রকল্প বাস্তবায়ন করেছি।প্রধানমন্ত্রী বলেন, একটানা প্রায় বার বছর আমাদের সরকারের গৃহীত নানাবিধ উদ্যোগের ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের পল্লী এলাকায় অনেক দৃশ্যমান পরিবর্তন সাধিত হয়েছে।
কিন্ত সমবায়ীদের বক্তব্য দেবার সুযোগ না থাকায় অনেকেই অনুষ্ঠান ব্যবস্হাপনার ক্ষােভ প্রকাশ করেন ।

অনুষ্ঠানে এ বৎসরের শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কৃত করা হয়, তাদের তালিকা নিম্নে দেওয়া হলো :-

১) আমভিটা সমবায় মৎস্য ও কৃষি খামার সমিতি লি: ,ডুমুরিয়া, খুলনা ।
২) তুমিলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি : , কালিগন্জ,গাজীপুর ।
৩) জোয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় লি:, তালা, সাতক্ষীরা ।
৪) সততা মহিলা বহুমুখী সমবায় সমিতি লিঃ : , আদাবর, ঢাকা ।
৫) নওগাঁ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ , নওগাঁ ।
৬) চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ ,চাঁদপুর ।
৭) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ , মোহাম্মদপুর,ঢাকা ।
৮) পূর্ববস্তি ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিঃ :, মিরপুর, ঢাকা ।
৯) দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ , তেঁজকুনীপাড়া,ঢাকা ।
১০) বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিঃ , নয়াপল্টন,ঢাকা ।




আগত অতিথিবৃন্দ ও সমবায় দপ্তরের তথ্যমতে :-

১) মোট সমবায় সমিতির সংখ্যা ঃ ১,৯০,৫৩৪ টি
২) ব্যক্তি সদস্য সংখ্যা ঃ ১,১৪,৮৩,৭৪৭ জন
৩) কার্যকরী মূলধন ঃ ১৪,৪৯২.১৪ কোটি টাকা
৪) সমবায়ের মাধ্যমে কর্মসংস্হান ঃ ৯,৩৭,৪৩৬ জন
৫) জাতীয় পর্যায়ে অবদান রাখছে , সমবায় ব্যাংক, কো-অপারেটিভ ইন্সুরেন্স ও মিল্কভিটা ।
৬) প্রশিক্ষন প্রতিষ্ঠান : সমবায় একাডেমি ১টি, এবং ১০টি আঞ্চলিক সমবায় ট্রেনিং সেন্টার ।
৭) অধি দপ্তর সমবায় কর্মকর্তা ঃ ১৯২ জন
৮) অধিদপ্তর জনবল ঃ ৫০০৪ জন ।


.......................শুনি নাই তো মানুষের বাণী
মহাকালের বীণায় বাজে । আমি কেবল জানি,
রাঁধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাঁধা
বাইশ বছর এক চাকাতেই বাঁধা ....।


বাস্তব জীবনে অর্থনীতি, ঐশ্বর্য ও নেতৃত্ব যার হাতে , তিনি সকল ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকেন ।সমবায় নারীকে করে
অর্থনৈতিকভাবে স্বাবলন্বী, সাহসী ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পথ শিখায় ।নারীর ক্ষমতায়নে যা অত্যন্ত জরুরী ।
বাংলাদেশে এই মহুর্তে প্রায় ২৭,৪৪৮টি মহিলা সমবায় সমিতি আছে ।যার সদস্য সংখ্যা ২৬,৪৯,৮০৩ জন।
যা মোট সমবায় সদস্যর ২৩% । বাংলাদেশে সমবায় সমিতি গুলো নারীর আর্থসামাজিক উন্নয়ন,নেতৃত্ব বিকাশ এবং
আপন অধীকার সর্ম্পকে সচেতন করে তুলতে অত্যন্ত জোরালো ভুমিকা পালন করে আসছে ।




........................................... বহুমুখী গ্রাম সমবায় হলে দরিদ্র থাকবে না .................................................
৪৯তম জাতীয় সমবায় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো পোষ্ট। দেশের দারিদ্রতা ও প্রয়োজনের দিক বিবেচনা করলে, দেশে এখনো দরকারী পরিমাণ মুলধন নেই সমবায়ে; প্রায় ২২০ বিলিয়ন ডলারের জিডিপি'র দেশে, মাত্র দেড় বিলিয়ন ডলারের সমবায় মুলধন।

শেখ হাসিনার বক্তব্যে নতুন কোন প্রোগ্রামের কথা বলা হয়েছে?

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো পোষ্ট হলে কি হবে ! কজন আগ্রহ নিয়ে পড়ছে ?
..................................................................................
আমাদের আর্থ সামাজিক অবস্হান পরিবর্তনের জন্য সমবায় এর
বিকল্প হতে পারেনা । করোনার মধ্যে ও আমাদের কৃষি, পশুপালন ও সমবায় কার্যক্রম
থেমে ছিলনা , ফলে আমাদের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়ে নাই ।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কৃষক সমবায় অনেক পিছিয়ে আছে।কৃষকদের সংগঠিত করে সমবায়ের মাধ্যমে চাষাবাদ করলে কৃকক অনেক উপকৃত হবে।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃষকেরা প্রায় এখনো অশিক্ষিত আর দাপ্তরিক প্যাঁচ বুঝেনা,
তাই সমস্যায় না থাকলে , সমবায় নিয়ে আগ্রহ দেখায় না ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



@নুরুলইসলা০৬০৪,
আপনি কি শহরে, নাকি গ্রামে বাস করেন?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের গ্রাম আর শহর বলতে পার্থক্য খুব একটা দেখিনা ।
যেভাবে রাস্তাঘাট হচ্ছে তাতে শহর / গ্রাম সবখানে
প্রকল্প চলছে ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সমবায় এর অফিস আগার গাওয়ে। আমি গিয়েছি। বিসাল অফিস।

০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় দপ্তর সরকারী টাকায় করা, তারা বেতন ও পান,
কিন্ত বিভিন্ন খরচাদি করেন সমবায়ীদের অনুষ্ঠানে
সমবায়ের ফান্ড থেকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.