নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

সুকণ্যার পথচলা (২য় পর্ব )

২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:০৭

Click This Link


কোন মানুষ সর্ম্পকে ভালো বুঝতে হলে যদি সুযোগ থাকে তবে তাকে নিরবে অনুসরন কর,
তার প্রাত্যহিক জীবন যাত্রা লক্ষ্য কর এবং অন্যর সাথে কি ধরনের আচরন করে তা বিবেচনায় আনো ।
এসবই বিখ্যাত মনীষিদের কথা , রাফি এটা বিশ্বাস করে ।

মেয়েটার গড়ণ লম্বা, পিন্ক কালারের একটি বোরকা পড়া, মুখের অর্ধেক অংশ ঢাকা ফলে শাররীক পর্যালোচনা বেশিদুর
যেতে পারলনা । মেয়েদের এটা একটা বাড়তি সুবিধা । নিজকে আড়াল করে চলাচল করতে পারে, যা আমাদের মুসলিম
সমাজ অনুমোদন করে থাকে ।
কিন্ত ইউরোপ তা মানেনা , মেয়েটার মাথায় কোন হিজাব নাই। ইউরোপ এর লোকের মাথায় দুষ্টবুদ্ধি থাকে তাই কোন
নারী নিজ বাসা থেকে বের হলে এমন পোশাক পড়ুক যেন তাকে প্রথম দর্শনেই পরিমাপ করা যায় সে কি আচার
আচরনের মানুষ । পোষাক বলে দেয় সেকি ইউরোপ, আমেরিকা, এশিয়া বা আমাজান জঙ্গল থেকে উঠে এসছে ।
কিন্ত বোরকা হিজাব পড়লে এজন্য বিদেশীরা নাখোশ হন । রাফির তেমন কোন প্রতিক্রিয়া হলোনা, সে ধৈর্ষ ধরতে চায়।

রাফি লক্ষ্য করল মেয়েটি একটু চঞ্চল, কিছুক্ষন পরপর কারও সাথে কথা বলছে , ইচ্ছে করলে কান পাতা যায়, কিন্ত
এমন রুচি তার নেই । জানালার পাশে বসা থাকলে ও এসি বাস বিধায় কালো গ্লাস দিয়ে তেমন কিছু দেখা যায়না
তাই রাফি সবসময় ভ্রমনের সময় এ, বি অথবা সি , আসন এমন ভাবে নেয় যেন সরাসরি সোজা বাসের বড় সন্মুখ গ্লাস দিয়ে
চলমান দৃশ্য উপভোগ করা যায় ।কিন্ত মেয়েটা তার সামনের আসনে এমন ভাবে বসে আছে, আর ঘন ঘন নাড়াচড়া করছে
ফলে সুষ্ঠু ভাবে কিছুই দেখা যাচ্ছে না ।
রাফি বিরক্ত হয়ে একবার বলতে যাচ্ছিল, কিন্ত থেমে গেলো এই ভেবে , অপরিচিত মহিলা কি ভেবে বসবে !
যদি অসৗেজন্য মূলক আচরন করে বসে তখন মেজাজটাই বিগড়ে যাবে ।

বাসের ঠান্ডা হিমেল বাতাস আর বাহিরের সবুজ বৃক্ষের বাতাসের দোল খাওয়া দেখতে দেখতে কাকঘুম পেয়ে বসল।
রাফি কতক্ষন ঘুমালো খেয়াল নেই হঠাৎ মেয়েলি কন্ঠে ঘুম ভাঙল, সামনে তাকিয়ে দেখে সুকণ্যা জোর জোরে বলছে ,
এই তো এসে পড়েছি, আর আধঘন্টা ।

রাফির মাথায় তখন অন্য চিন্তা , খুব সকালে যাত্রা শুরু করেছিলো এই জন্য যে, দ্রুত বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিস যেতে
হবে ।অথচ রাস্তায় অনেক সময় নিয়ে নিলো । যখন কমলাপুর পৌঁছুবে তখন তো অফিস টাইম, সিএনজি পাওয়া দুরহ হবে ।
কিছুক্ষন পর বাস এসে কমলাপুর থামল । হুরমুড় করে নামার প্রতিযোগিতা শুরু হলো, বরাবরাই এটা রাফির অপসন্দ ।
একটু পর বাস থেকে নেমে আসল, এদিক ওদিক তাকালো কোন সিএনজি নেই , অতদুর রিক্সায় যাবার মতো বোকামি
করা যায় না । রাফি পশ্চিম দিকে হাটঁতে শুরু করল , আর একটু দুরে দেখতে পেল মেয়েটি একটি সিএনজির সাথে দরদাম
করছে, কাছাকাছি আসার পর থমকে গেল সামনে তো আর কোন সিএনজি নাই ,আবার সিএনজি ড্রাইভার মেয়েটার কথায়
যেতে রাজী হচ্ছেনা । পিছনে আরও যাত্রী এদিকে আসছে, সাহস করে রাফি এগিয়ে গেল, ড্রাইভারকে বল্ল যাবেন গুলশানে ?
অন্য সময়ে ২০০ টাকায় যায় কিন্ত রাশ টাইম ২৫০.০০ নীচে রাজি হলোনা ।সিএনজিতে উঠে বসল, এসময়ে সুকণ্যার দিকে
চোখ পড়ল , স্পষ্ট অসহায় ভাব ফুটে উঠেছে । তাইতো আর কোন সিএনজি নাই, হয়তো রাস্তাঘাটও চেনেনা ।

রাফি সরাসরি সুকণ্যাকে বলে বসল, আচ্ছা আপনি তো আমার পথেই যাবেন ?
মনে হলো এক সেকেন্ড চিন্তা করে বলল, হ্যাঁ রামপুরা যাবো, তাহলে উঠে পড়ুন বলে সরে বসল।
মনে মনে ভাবছিলো সাহসে কি কুলাবে ? একা অপরিচিত একজন লোকের সাথে তাও আবার সিএনজিতে ?
রাফিকে অবাক করে দিয়ে হঠাৎ করে সুন্দরী সুকণ্যা সিএনজি উঠে বসল ।


পাদটীকা : একটি সাধারন মেয়ের পথচলার গল্প কোন পর্বে তা শেষ হবে, লেখকের তা জানা নেই,
আপনারা মন্তব্য করতে পারেন এরপর কি সুকণ্যা কিডন্যাপ হতে যাচ্ছে !!!


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



রফিকে আপনি মোটামুটি প্রফেশানেল রূপ দিয়েছেন; কিডন্যাপের সম্ভাবনা তো দেখছি না।

২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার ! আপনার পর্যবেক্ষন মনে থাকবে ।

২| ২৫ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:২৪

মিরোরডডল বলেছেন:




সুকণ্যা কিডন্যাপ হবে না।
উল্টোটা হতে পারে।
রাফি ফাঁদে পড়তে পারে।

দেখা যাক কি হয়।
দেড় বছর পর এসে এত ছোট পর্ব লিখলে কিভাবে কি হবে :(
এবার ইমিডিয়েটলি নেক্সট পর্ব চাই।

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার পর্যবেক্ষণের জন্য
...............................................................
পাঠকের চাপ থাকলে তা অবশ্যই মাথার মধ্যে
লেখার জন্য অবস্হান তৈরী হয় ।
আশাকরি এবার বেশী দেরী হবে না ।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: এই রাফি কি আপনি নিজেই?

২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন লেখার একটি মাধ্যম থাকে,
চলমান গল্পটি নিয়ে আপনার মন্তব্য পেলে
লেখার শক্তি বৃদ্ধি পাবে ।

...........................................................................
আপনার সুরভী আর মেয়েকে শুভেচ্ছা দিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.