নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
আর্ন্তজাতিক চোখ : এখন লালমনিরহাট এয়ারফিল্ডের দিকে
Co-ordinates : 25°53′15″N 89°25′59″E
আমরা এতদিন জানতাম, গুজব শুনতাম সেন্টমার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে যাচ্ছে,
আরও জানতাম আরাকানসহ , ভারত , বাংলাদেশ ও চীন ঘেঁষে একটি রাষ্ট্র গঠনে বিদেশীদের
একটি গোপন ইচ্ছে আছে, যা নাকি ইসরায়েলের মতো এই অন্চল শাসন করবে ।
আর্ন্তজাতিক চোখে এই বঙ্গীয় ব-দ্বীপ দিনে দিনে কেন এত গুরুত্ব পূর্ণ হয়ে উঠছে তা অত্যন্ত
আতন্কর বিষয় হয়ে দাড়াঁচ্ছে । বর্তমানে অন্য একটি বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
তা হলো ঢাকা থেকে ৩৪০ কি.মি দূরে লালমনিরহাট এয়ারফিল্ডের নূতন করে সাজ সজ্বা ।
১৯৩১ সালে নির্মিত এই মিলিটারি এয়ারফিল্ড এক সময় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের (১৯৩৯ -১৯৪৫ ) অত্যন্ত কৌশলগত এশিয়ার
গুরুত্বপূর্ণ রানওয়ে ছিল ।
বর্তমানে এই এয়ারফিল্ডে আবার নুতন করে কার্যক্রম শুরু হয়েছে যা চীন দ্বারা নির্মান কাজ চলছে ।
এখানেই ভারতের চরম আপত্তি ...
ঐ এয়ারফিল্ড থেকে ভারতের শিলিগুড়ি মাত্র ১২ কি.মি এবং সে খানে যদি কোন অঘটন ঘটে তাহলে
এবং যুদ্ব লাগে তাহলে বাংলাদেশ বা আর্ন্তজাতিক বাহিনী কয়েক মিনিটে করিডোরটি দখলে নিয়ে নেবে
ফলে 7-Sister খ্যাত ৭টি রাজ্যর দখল ভারত হারাবে । এই কাজে আমেরিকা সহ ইউরোপের অনেক দেশ অতি=
উৎসাহে সাহায্য করছে ।
4 কি.মি লম্বা রানওয়ে সহ এর বিশাল এই এয়ারফিল্ডে অনেক সুযোগ সুবিধা বিদ্যমান করা হবে ।
একই সাথে ৫০-৬০টি যুদ্ব বিমান যেমন উড়তে পারবে , তেমনি যাত্রী সেবার বিমানও উঠা নামা করবে ।
আবার যুদ্ব বিমান তৈরীর সুযােগ সুবিধা থাকবে ।ফলে প্রতিবেশী রাষ্ট্রর ঘুম হারাম হয়ে গেছে
প্রাথমিক ভাবে বলা হচ্ছে যে, এটি একটি আর্ন্তজাতিক বিমান উঠা নামার হাব হবে যা সকল দেশ ব্যবহার করবে,
ভৌগলিক অক্ষ- রেখায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণতা পাবে, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান রুটের মর্যাদা পেতে পারে ।
ছবি ও তথ্য: ইন্টারনেট
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যন্ত সংবেদনশীল সময় আমরা অতিক্রম করছি ।
.....................................................................................
আমাদের আরও সচেতন থাকা উচিত
২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
ওখানে যুদ্ধ-বিমানও তোরি হবে? মনে হয়, ঐ এলাকায় অনেক বাঁশ উৎপন্ন হয়!
৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪১
রাকু হাসান বলেছেন:
এটা কোন সরকারই করতে পারেনি , মুখে নামও নিতে পারেনি । ইউনূস সরকার সামরিক ও নিরাপত্তা বিবেচনায় ভালো কাজ করছে। সেগুলোর মাঝে এটি একটি । লেখাটি আপনার না । কোন ক্রেডিট ও দেন নি , যা একজন ব্লগারের নৈতিক দিকের সাথে সার্ঘষিক ।
২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই সব ঘটনা প্রবাহ চলমান, কাহার ও নিজ এখতিয়ার নেই।
সাংবাদিক বা ব্যক্তি সকলেই প্রবাহমান তথ্য ভান্ডার থেকে সংগ্রহ করে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৪
ডার্ক ম্যান বলেছেন: ২০১৯ সালে সম্ভবত একবার একটা প্রজেক্ট হাতে নেওয়ার চেষ্টা করছিলো।
তিস্তা প্রকল্পের কারণে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে।
ইউনুস সরকার এমন কিছু করে নিজের পায়ে কুড়াল মারবে কিনা সন্দেহ আছে।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ব্যক্তিগত ধারনা এবার চীন-পাকিস্হান বিষয়টি
সর্বতোভাবে সহায়তা দিচ্ছে যেন প্রকল্পটি বাস্তবায়ন হয়।
........................................................................................
তবে অন্যান্য আরও দেশ বিষয়টি সমর্থন করছে,
যাদের স্বার্থ জড়িত আছে ।
৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: শক্তিশালী প্রতিবেশী থাকলে নিজস্ব নিরাপতাতা জোরদার রাখতে হয়। সরকার সেজন্য কাজ করে থাকলে ঠিক আছে।
২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শক্তিশালী প্রতিবেশীর সাথে দ্বন্ধ করে কতদিন টিকে থাকা যায় ???
.....................................................................................................
এরচেয়ে আমাদের দেশের তিস্তা প্রকল্প অত্যন্ত জরুরী ছিলো ।
যা আমাদের গ্রামীণ অর্থণীতি ও জিডিপি তে অবদান রাখত ।
৬| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৭
জেনারেশন৭১ বলেছেন:
ওখানে আরবদেশ সমুহের পাইলটদের ট্রেনিং দেয়ার জন্য ১টি জয়েন্ট টেকনিল্যাল কলেজ/ইউনিভার্সিটি করার প্রজরক্ট করার জন্য আরবী টাকা পেয়েছিলো সরকার ও ১টি প্রাইভেট সংস্হা
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২১
সৈয়দ কুতুব বলেছেন: এখন থেকে নজর রাখতে হবে দেখছি!