নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতা

সুখে শান্তিতে ব্লগিঙের প্রত্যাশায় আসছি আবার

স্বপ্নীল.

এই স্বপ্নীল সেই স্বপ্নীল

স্বপ্নীল. › বিস্তারিত পোস্টঃ

শান্তিরে!!B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

মাঝে তেলাপোকা মারার একটা স্প্রে কিনেছিলাম। তেলাপোকার যন্ত্রণায় টেকা যেত না। ফিনাইল দিয়ে মেঝে মোছা সত্ত্বেও তেলাপোকাদের আনাগোণা কমলো না। X((



গুডনাইটের একটা ইনসেক্ট কিলার আছে, সেটা বেশ ভালো। ঐ স্প্রেটাতে মশা, মাছি, তেলাপোকাসহ যত ধরনের আলতু ফালতু যন্ত্রণা আছে সব মরে যায়। আর গন্ধটাও সহণীয়:)



এজন্য আমি দোকানদারদের কাছে যখন ওটা চাইলাম তারা আমাকে এসিআইয়ের ককরোচ স্প্রেটা দিয়ে বললো, এটা খুব ভালো, এটা ইউজ করে দেখেন :)



স্প্রেটাতে একটা বড় পাইপের মতো আছে, যেটা দিয়ে আনাচে কানাচে সব জায়গায় খুব সহজে স্প্রে করা যায়। আর কোনো তেলাপোকার উপর স্প্রে করলে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তবে মারা যায় একটু দেরীতে:|



কিন্তু এতো জঘণ্য গন্ধ যে সহ্য করা যায়না! যেই ঘরে দুই তিনবার স্প্রে করা হয়, সেই ঘরে টেকা মুশকিল হয়ে যায়। ঐটা ব্যবহার করে তেলাপোকা মরেছিল ঠিকই, কিন্তু আমিও বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। গন্ধের চোটে শ্বাস নিতে পারি না এমন অবস্থা!:|



তারপর আম্মুকে ফোন দিয়ে ঘটনা বলতেই বললো, তুমি এক্ষুণি ওটা ফেলে দাও!! আর কক্ষণো তুমি ওটা ব্যবহার করে যদি অসুস্থ হও তাহলে আর আমাকে বলবে না X(



এই সময়টা সাধারণত খুব মশা হয়। কিন্তু আমি খেয়াল করলাম আমার ঘরে কোনো মশা নাই। ওই স্প্রেটা মাত্র তিনদিন ব্যবহার করেছি। এজন্য কিনা জানিনা আমার ঘরে মশা নাই। এখন খুব সুখে শান্তিতে আছি :|:|

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

নষ্ট কাক বলেছেন: শান্তি নাকি এসিআইয়ের ককরোচ স্প্রের প্রোমট?
টপিক যে কোনটা তাই বুঝতে পারতাছি না B-)) B-)) B-))

০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

স্বপ্নীল. বলেছেন: ঐ মিয়া এতো বুইঝা কাম কি!!!!!!!!!! যাইয়া ঘুমান X(( X((

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কয়টা তেলাপোকা ছিল? B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

স্বপ্নীল. বলেছেন: তুমিসহ মোট ৩০টা ফিট হইছিল! তুমি আর ২ টা পলায়ছিলা, মার্ছি মোট ২৭টা X(( X((

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১

ডরোথী সুমী বলেছেন: কোনটা কিনবো সেটাইতো বুঝলাম না। এসিআই নাকি গুডনাইট? তবে এটা ঠিক,গন্ধ বেশি হলে নিজের, বাচ্চার, সবার জন্যই সমস্যা।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

স্বপ্নীল. বলেছেন: তুমি গুডনাইট কিনবে সুমিপ্পি :):)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শুঁটকি মাছ বলেছেন: আপ্নে কে পরিচয় দেন আগে।পরে আপনের গপ পড়বো।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

স্বপ্নীল. বলেছেন: ঐ ব্যাডা তুই কেডা?X( সাহস থাকলে আসল নিক নিয়ে আয়, গপ করমু X((

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হেই, স্বপ্নীল। কেমন আছেন? ঘর কোন দিন ক্লিন করেন না? এত তেলাপোকা B-)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩

স্বপ্নীল. বলেছেন: ঘর অপরিষ্কার থাকলেই তুমার ঘুরাঘুরি করতে হবে ক্যানো!! X(তুমাকে তাড়ায় দিয়ে ভালোই আছি B-)

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :||

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪

স্বপ্নীল. বলেছেন: ইমো দিয়া কমেন্তাইলে এমন থাবড় দিমু না চিরদিন মনে থাকপে!! :|X((

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

ড. জেকিল বলেছেন: খাইছে রে, কত্তো তেলাপোকা! তেলাপোকা দিয়ে তো মিউজিয়াম দেওয়া যাবে!

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

স্বপ্নীল. বলেছেন: জনাব এ্যাত্তো এ্যাত্তো তেলাচুরা কুথায় দেখতেছেন!!/:)/:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.