![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা কেমন আছ তুমি? দুয়া করি আল্লাহ যেন তুমাকে যেন সব সময় জান্নাতের সর্ব শ্রেষ্ঠ স্থানটিতে রাখে । আজ কেন জানি তুমাকে খুব বেশি মনে পরছে, ছোট বেলায় সন্ধ্যা হলে বাহিরে শীতল পাটি বিছিয়ে তাতে বসে গান, আর মদিনার গজল শুনাতে সেই গান আর গজল আজও আমার কানে বাজে । তুমার খুব ইচ্ছা ছিল মদিনার মাটি দেখার, তুমার সেই ইচ্ছা পুরন করার মত সামর্থ্য তখন আমার ছিলনা। আমার ভবিষ্যৎ নিয়ে তুমি সব সময় চিন্তিত থাকতে । তুমি না থাকলে আমার কি হবে। বাবা তুমার দুয়ায় অনেক ভাল ও সুখে আছি কিন্তু সেই সুখের দিনের সাথী তুমি হলেনা, যখন দুঃখের নদিতে সাঁতরাচ্ছিলাম আমাকে তীরে পৌঁছার রাস্তা দেখিয়ে তুমি নিজে চলে গেলে অজানার দেশে যেখান থেকে তুমি আর কোন দিন ফিরবেনা। অসুখ হলেই তুমি আমাকে কাছে বসিয়ে মায়ের হাতটি আমার হাতে রেখে বলতে তর মাকে তর হাতে দিয়ে গেলাম তুই দেখে রাখিস, তাকে কষ্ট দিসনা। বাবা তুমার সেই আদেশ আমি আজও মেনে চলেছি, সাধ্যমত মাকে সুখে রাখার চেষ্টা করছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন দেখে রাখতে পারি সেই দুয়া করি আল্লাহর কাছে।
©somewhere in net ltd.