![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর্নীতির ছোবরা খাওয়া ও এমপি-মন্ত্রীদের আশীর্বাদপুষ্ট ছোটগোছের নেতা সোহেল রানাদের অর্জিত সম্পদ ও ক্ষমতার দাপট দেখেও কি আমাদের বুঝতে কষ্ট হয় যে, রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের, যারাই মূলত দূর্নীতির রস পান করে থাকেন, তাদের অবৈধ সম্পদের পরিমান কতটুকু ও তাদের ক্ষমতার দাপটইবা কি পরিমান? এক সোহেল রানার দূর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ দ্বারা, দূর্নীতির উপর, দূর্নীতির আশ্রয়ে ও প্রশ্রয়ে নির্মিত ভবন ধসে জনগনের কি বর্ননাতীত করুন পরিনতি হতে পারে, তা সারা বিশ্বের মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখল ইলেকট্রোনিক মিডিয়ার বদৌলতে ! অথচ এই সোহেল রানারা দূর্নীতির ছোবরাটাই খাওয়ার সুযোগ পেয়ে থাকে মাত্র । এখন ভেবে দেখুন, যারা ক্ষমতার শীর্ষে থেকে দূর্নীতির রস পান করে থাকেন, তাদের কারনে পুরোদেশের জনগনের জন্য কি ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে অদৃষ্টে !
আল্লাহকে খুঁজতে গিয়ে যদি আমরা খুঁজি আল্লাহ কোথায় নাই, তবে যেমন এর সহজ উত্তর আমরা খুঁজে পাই, তেমনি দূর্নীতি কোথায় কোথায় আছে তা না খুঁজে যদি আমরা খুঁজি দূর্নীতি কোথায় নাই, তবেই এর উত্তর বের করা আমাদের জন্য সহজর হবে। সুতরাং দূর্নীতি আজ আমাদের জন্য এক মহা দানবে পরিনত হয়েছে, যার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের চেয়েও কঠিন যুদ্ধের মোকাবেলা করতে হবে। এই যুদ্ধে প্রথমেই লড়তে হবে নিজের সাথে, তারপর পরিবারের সাথে, তারপর সমাজের সাথে এবং সর্বশেষ রাষ্ট্রের সাথে । এই যুদ্ধ হবে অত্যন্ত কঠিন ও দীর্ঘস্থায়ী। সুতরাং এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইস্পাতকঠিন মনোবল নিয়ে আগাতে হবে।
এই যুদ্ধে সকল জনগনকেই সামিল হতে হবে। কারন, দূর্নীতিবাজেরা সংখ্যায় কম হলেও তারা আমাদের দেওয়া ক্ষমতা ও শক্তি আবার আমাদের বিরুদ্ধেই প্রয়োগ করে। আমরা জনগন যে শক্তি ও ক্ষমতা তাদের প্রদান করি, সে গুলি অত্যন্ত সুসংগঠিত। কিন্ত জনগন সংগঠিত না থাকায় বিপুল সংখ্যায় থাকার পরেও তারা শক্তিহীন। যার ফলশ্রুতিতেই দূর্নীতিবাজেরা হয় ব্যাপোরোয়া ও চরম স্বেচ্ছাচারী। দেশের মানুষ আজ দূর্নীতি ও অপশাসন থেকে মুক্তি চায় । তারা আজ যেকোন ধরনের সংগ্রামের জন্য সম্পূর্ন প্রস্তত । শুধু প্রয়োজন সত ,নিঃস্বার্থবান ও দেশপ্রেমিক এমন একজন যোগ্য নেতার, যিনি কোন অবস্থাতেই জনগনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না এবং কোন লোভ-লালসাই তাকে সংগ্রামের পথ থেকে সরাতে পারবে না । আশা করি খুব শিঘ্রই আমরা এমন একজন যোগ্য নেতার সন্ধান পাবো, যার হাত ধরে আমরা দূর্নীতি ও অপশাসনমুক্ত সোনারবাংলা গড়তে সক্ষম হবো ,ইনশাআল্লাহ ।
Click This Link
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
অদ্ভুত স্বপ্ন বলেছেন: সহমত। আশা করি খুব শিঘ্রই আমরা এমন একজন যোগ্য নেতার সন্ধান পাবো, যার হাত ধরে আমরা দূর্নীতি ও অপশাসনমুক্ত সোনারবাংলা গড়তে সক্ষম হবো ,ইনশাআল্লাহ