![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের নারী সমাজ যেখানে নারীর ক্ষমতা বৃদ্ধির জন্য ক্রমাগত নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন, সেইখানে আমাদের প্রধান দুই নারী নেত্রী দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েও ক্ষমতার দাম্ভিকতায় হরাকে সরা জ্ঞান করে চলেছেন প্রায় প্রতিনিয়ত । ক্ষমতার দাম্ভিকতা তাদের দুইজনকেই এতোটাই গ্রাস করেছে যে, তারা এখন দেশের নাগরিকদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা ভূলে গিয়ে পুরো দেশটাকেই তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি মনে করে, ভোগ দখলের প্রতিযোগিতায় নেমে পড়েছেন । আর দলের নেতাকর্মীদের তারা ব্যবহার করছেন, আগের দিনের অত্যাচারী রাজা-বাদশাদের জনগনের রক্তচোষা খাজনা আদায়কারী পাইক-পেয়াদা সমমানের চাঁদাবাজ ও দূর্নীতিবাজ নামের আধুনিক সময়োপযোগী বাহিনী হিসাবে । তারপর নিজদলে যাতে কারো প্রশ্নের বা প্রতিদ্বন্ধির সম্মুখিন হতে না হয়, তার জন্য সদা নিয়োজিত থাকে প্রকাশ্য ও গুপ্ত ঘাতকের দল । তাইতো তাদের দলে অনেক অভিজ্ঞ ও পুরনো জাদরেল জাদরেল নেতা থাকা সত্বেও নিজ মান-সম্মান ঠিক রাখার জন্যে, কদাচিত প্রান রক্ষার তাগিদেও, তাদেরকে পা ফেলতে হয় অনেকটা মেপে মেপে, অতি সাবধানে, পাছে না ঘাতকের শিকারে পরিনত হয় । আর দেশের জনগনকে সময়মত শায়েস্তা করার জন্য আছে জনগনেরই অর্থে গড়া ও পরিচালিত সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং প্রয়োজনানুযায়ী বিজিবি-সেনাবাহিনীও থাকে সদা প্রস্তত । ক্ষমতার মোহচ্ছন্নতার কারনে মানুষ নামক জনগনের জীবনের মূল্য এখন তাদের কাছে পিপিলিকার সমপর্যায়ে । জনগনের দাবী-দাওয়া তাদের কাছে পিপিলিকার কামরের ন্যায় যন্ত্রনায়ক বিধায়, পদতলে পিপিলিকার ন্যায় পিষ্ট করতে তাদের বিবেকে এতোটুকু নাড়া দেয় না । এখন যেন ভবিষ্যতের ঐতিহাসিক বিভিষিকাময় হত্যাকান্ডগুলির বাস্তবায়ন চলছে তাদের রাজনৈতিক উচ্চবিলাসগুলি চরিতার্থের নিমিত্তে । তাদের এই সকল বিবেক বর্জিত, মানবতাহীন কর্মকান্ডগুলি যে জনগনের মাঝে তাদের দলীয় অবস্থান ক্রমশ দূর্বল থেকে দূর্বলতর করে ফেলছে, সেইদিকে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই । দূর্নীতির মাধ্যমে লোপাট করা জনগনের টাকায় যেন, তাদের করা সব অন্যায়-অবিচার ধূয়ে মুছে যাবে ! তাদের এই চরম স্বেচ্ছাচারিতা খুব দ্রুতই তাদেরকে গনবিচ্ছিন্ন করে ফেলছে এবং দলগুলি হচ্ছে একাধারে অভিজ্ঞ নেতাশূন্য ও মেধাশূন্য সাইনবোর্ড সর্বস্বদলে, যা শেষ পর্যন্ত বাম দলগুলির ন্যায় একনেতার একদলে পরিনত করে কিনা কে জানে । এমনকি তাদের প্রতি ক্রমশ সৃষ্টি হচ্ছে মানুষের অভক্তি, ঘৃনা ও চরম জিঘাংসার । জনগনের মধ্যে তৈরী হওয়া এই জিঘাংসা হয়ত একদিন আমাদের নেত্রীদ্বয়ের ক্ষমতার আত্মোম্ভরিতা জ্বালিয়ে পুড়িয়ে ছার-খার করে দিবে এবং নারীদের ভবিষ্যত রাজনীতিকে করে দিবে কন্টকাকীর্ন । এমনকি অন্যান্য সেক্টরেও নারীদের অগ্রযাত্রাকে করবে বাধাগ্রস্ত । তাই এখনই যদি আমাদের প্রধান দুই নারী নেত্রী, তাদের ক্রমশ ভূল পথে চলার লাগাম টেনে না ধরতে পারেন, তবে তাদের এই ভূলের মাশুল আগামীদিনের নারী নেতৃত্বের প্রত্যাশিদের শতাব্দিকাল পর্যন্ত দিতে হতে পারে ।
২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০৯
জাকারিয়া জামান তানভীর বলেছেন: @ঢাকাবাসী যথার্থই বলেছেন যে "একটা জাতি তার নিজের মতই নেতা পায়"।
লেখাটা খুবই সময়পযোগী বলে মনে করছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: তাদের লাগামটা ধরবে কে? আর পুরোনো কথা আছে একটা জাতি তার নিজের মতই নেতা পায়!!