![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পংগুহাসপাতালের পাশে শিশুমেলা সংলগ্ন তিনরাস্তার মোড় ও মোহাম্মদপুর রিংরোডের সংযোগস্থলের তিনরাস্তার মোড়ের অসহনীয় যানজট একটি নিত্তনৈমিত্তিক ব্যাপার । অথচ খুব সহজেই অত্র এলাকার যানজট নিরসন করা সম্ভব । উপরোল্লিখিত মোড় দুইটির প্রধান সড়কের উপর থাকা ক্রসিংপয়েন্ট গুলি ডিভাইডার দিয়ে বন্ধ করে প্রধান সড়ক দিয়ে গাড়ির বাধাহীন চলাচল নিশ্চিত করে অত্র এলাকার যানজট নিরসন সম্ভব । এইজন্য আমাদেরকে প্রধান সড়কের উপর ইংরেজী বড় হাতের 'ইউ'আকৃতির দুইটি ওভারপাস নির্মান করতে হবে । একটি ওভার পাস নির্মান করতে হবে মোহাম্মদপুর-রিংরোড তিনরাস্তার মোড় থেকে ২০০গজ পশ্চিমে শ্যামলী সিনেমা হল সংলগ্ন স্থানে এবং আরেকটি ওভারপাস নির্মান করতে হবে শিশুমেলা সংলগ্ন তিনরাস্তার মোড় থেকে ২০০গজ দক্ষিনে সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন রাস্তায় । এই দুইটি ওভারপাসেরই দৈর্ঘ্য হবে আনুমানিক ৩৫০ মিটার করে এবং দুইলেইন বিশিষ্ট । দুইটি ওভারপাসেরই গড়নির্মান ব্যয় আনুমানিক ২৫কোটি টাকা করে । এই ওভারপাস দুইটির মাঝখানের প্রধান সড়কটির সবটুকু অংশই ডিভাইডার দিয়ে ক্রসিংপয়েন্ট গুলি বন্ধ করে দিতে হবে । এতোদিন মোহাম্মদপুরের দিক থেকে আসা যে গাড়িগুলি প্রধান সড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে রাস্তা ক্রস করে আগারগাঁও ও আসাদ গেইটের দিকে যেত, এখন সেই গাড়িগুলি শ্যামলী সিনেমাহল সংলগ্ন রাস্তায় নির্মিত ওভারপাসের উপর দিয়ে রাস্তা ক্রস করে গাবতলীর দিক থেকে আসা গাড়ির সাথে মিশে আগারগাঁও রোডের দিকে ও আসাদ গেইটের দিকে যাবে । আবার গাবতলির দিক থেকে আসা ও আগারগাঁও রোড থেকে আসা যে সকল গাড়িগুলি মোহাম্মদপুর রিংরোড দিয়ে অথবা গাবতলি-মিরপুরের দিকে যাবে, সেই গাড়িগুলি সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন রাস্তায় নির্মিত ওভারপাসের উপরদিয়ে রাস্তা ক্রস করে আসাদ গেইটের দিক থেকে আসা গাড়ির সাথে মিশে কিছুদূর অগ্রসর হয়ে কিছুগাড়ি রিংরোড দিয়ে মোহাম্মদপুরের দিকে চলে যাবে, আর প্রধান সড়কের উপর চলাচলকারী সকল গাড়ি সিনেমাহল সংলগ্ন ওভারপাসের নীচ দিয়ে সোজা ট্যাকনিক্যাল মোড়ের দিকে চলে যাবে । ফলে অত্র এলাকার প্রধান সড়কের উপর ট্রাফিক সিগনালের কারনে আর কোন গাড়ি জমে যানজট সৃষ্টি করতে পারবে না । উপরোক্ত ধরনের ওভারপাস গুলি অনধিক ৬মাসের মধ্যেই নির্মান করা সম্ভব ।
২| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩
provat বলেছেন: ধন্যবাদ গালিব ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আশা করি কর্তৃপক্ষ আপনার প্রস্তাবনাকে যাচাই করে দেখবেন। ঢাকার যানজট ঢাকাবাসির ভোগান্তির অন্যতম প্রধান কারন। আপনাকে স্বাগতhttp://aponvubon.com/