![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোট বোন ও তার দুই বান্ধবী ইডেন কলেজে মাষ্টার্স শ্রেনীতে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র সংগ্রহ করে যথারীতি তা পূরন করে কলেজ অফিসে জমা দিতে যায় । ফরম জমা দেওয়ার সময় ঐ কলেজের বর্তমান সরকার সমর্থিত ছাত্রীনেত্রীরা তাদেরকে জানায় যে, জনপ্রতি বিশ হাজার টাকা করে দিলেই কেবল ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবে, অন্যথায় যত ভালো পরীক্ষাই দেওনা কেন, পরীক্ষায় পাশ করতে পারবে না । এই কথা শুনে আমার ছোট বোন ও তার অপর দুই বান্ধবী টাকা দেওয়ার অংগীকার করে বাসায় এসে তারা যার যার অভিবাবকদের জানায় । আমার ছোট বোন ও তার বান্ধবীদের জিজ্ঞাসা করলে তারা জানায় যে, যারাই ভর্তি ফরম জমা দিয়েছে, তাদের সকলকেই ঐ বিশ হাজার টাকা করে দেওয়ার জন্য ঐ নেত্রীরা বলে দিয়েছে অর্থ্যাৎ যারা টাকা দিবে, তারাই শুধু পাশ করবে । আর যারা দিবে না, তারা পাশ করতে পারবে না । এই কথা শুনে আমরা আমার ছোট বোনকে বললাম যে, ঘুষ দিয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নেই । পরিক্ষা দাও, পাশ করলে ভর্তি হবে, অন্যথায় অন্য কোনখানে ভর্তির ব্যবস্থা করে দিব । তাতে আমার ছোট বোনের মন খুব খারাপ হয়ে গেল, কারন তার দুই বান্ধবী ঐ বিশহাজার টাকা দিয়েই ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে । সুতরাং সে ধরেই নিয়েছে যে, সে পরীক্ষায় পাশ করবে না অর্থ্যাৎ তার আর বান্ধবীদের সাথে পড়া হবে না । যথারীতি পরীক্ষা দিলো । তারপর পরীক্ষার ফল বের হলো । আমার বোন পরীক্ষার ফল জানার জন্য আর কলেজে গেল না । কারন, সে যেহেতু নেত্রীদের চাহিদামত টাকা দেয় নাই, সুতরাং পরীক্ষায় তো সে পাশ করবে না । তার অপর দুই বান্ধবী পরীক্ষার ফল আনতে গিয়ে দেখে, তাদের সাথে আমার ছোট বোনও পরীক্ষায় পাশ করেছে । যখন এই কথা তার বান্ধবীরা তাকে ফোন করে জানাল, সে তো কোনভাবেই এই কথা বিশ্বাস করে না । পরে সে নিজে গিয়ে দেখে তারপর নিশ্চিত হয় । কিন্ত তখনও তার মনে শংকা যে, বোধ হয় ভর্তির সময় তাকে এই টাকা দিতে হবে । তারপর ভর্তি হতে যেয়ে কোনরুপ বাধাবিঘ্ন ছাড়াই কলেজে তার বান্ধবীদের সাথে ভর্তি হয় । ভর্তিরদিন ঐ নেত্রীদের আর খুজে পেল না কেউ । তখন আমার বোন ও তার বান্ধবীরা খবর নিয়ে জানতে পারে যে, ঐ সকল ছাত্রীনেত্রীরা এইভাবেই সাধারন ছাত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে ভর্তির কথা বলে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষের নাকের ডগায় । কিন্ত কলেজ কর্তৃপক্ষ এতে কোনরুপ আইনগত বা মৌখিক ব্যবস্থাও গ্রহন করে না, কারন ঐ সকল ছাত্রীনেত্রীরা সরকার দলীয় লোক, যারা হয়ত অচীরেই সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে সংসদসদস্য নির্বাচিত হবে বা কারো ভাগ্যে এর চেয়েও বেশী কিছু জুটে যেতে পারে । কারন, এরাইতো আমাদের উজ্জল ভবিষ্যতের পথিকৃত !
২| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৪
সোহানী বলেছেন: হায়রে দেশ, হায়রে আমাদের নেত্রীরা....
৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মাইন রানা বলেছেন: আমার ছোট বোনকে ২০০৯ সালে ইডেনে ভর্তি করাতে গিয়ে দেখেছিলাম ইডেনের নেত্রীরা কত খারাপ। রিতিমতো পাহাড়া বসিয়ে দিয়েছিল যাতে ভর্তি হতে না পারে।
টাকার খেলা চলেছিল। অনেক দিন ঘুরিয়ে শেষ পর্যন্ত ভর্তি হতে পেরেছিল ছোটবোন তবে পছন্দের বিষয় পায় নাই।
৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বাংলার হাসান বলেছেন: এটাই এখন আমাদের রাজনৈতিক কালচার। তবুও আমরা নিজ নিজ দলের অন্ধ সাপোর্টার ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
খাটাস বলেছেন: সকল নারী ই যে সম্মানের যোগ্য তা ভাবা ভুল। আমাদের দুই নেত্রী কে দেখেন। আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড (মেয়ে) তার ভার্সিটির এক সিনিয়র আপুকে বলতে শুনেছিল, ঐ নেত্রির ভাষায় , " আমি সব নেতার সাথে সুইছি, এমন কেউ নাই যার সাথে সুইনি। এবার দেখব আমার পদ কে ঠেকায়। " শোনা যদি ও বিশ্বাস করি না, কিন্তু কিছু কথার সত্যতা নিজে না শুনলে ও বাস্তবতা থেকে বোঝা যায়। নারী হোক, আর পুরুষ হোক, মানুষের মাঝে ভাল মন্দের ভাগ থাকবেই।
আপনার বোনের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ।