নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

দুনিয়া দাপিয়ে বেড়ানো নোবেল জয়ী ড.মো: ইউনুস সাহেব, আপনি রাজনীতিকে এতো ভয় পান কেন ?

২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

হতদরিদ্র মানুষদেরকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করার স্বপ্ন নিয়ে প্রত্যন্ত অঞ্চলের ছোট একটি গ্রাম থেকে যাত্রা শুরু করেছিল গ্রামীন ব্যাংক নামক একটি ছোট প্রতিষ্ঠান । সেই গ্রামীন ব্যাংক, তার শৈশবের সেই স্বপ্নের সিড়ি বেয়ে আজ তার স্বপ্নের সফল বাস্তবায়নের স্বীকৃতি স্বরুপ- নোবেল পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে অর্জন করেছে বিশ্বব্যাপী সুবিশাল পরিচিতি ও ব্যাপক সুনাম । কিন্ত কে এর স্বপ্নদ্রষ্টা ? কে অর্জন করল এই অসম্ভব স্বপ্নকে বাস্তবে রুপদানের কৃতিত্ব ? কিভাবে সম্ভব হলো একটি বিন্দুকে সিন্ধুতে পরিনত করা ? এই সবগুলি প্রশ্নেরই উত্তর হলো মাত্র একটি শব্দ, আর তাহলো- ড.মো:ইউনুস । এতো বড় অর্জনের পিছনে তাকে ব্যয় করতে হয়েছে প্রচুর মেধা,শ্রম আর তার কর্ম জীবনের পুরুটা সময় । প্রবল আকাংখা,সততা, অসীম ধৈর্য্য আর অধ্যবসায়ই আজ তাকে এনে দিয়েছে এতো বড় সফলতা ।

তিনি, তার সুনিপুণ দক্ষতা ও মননশীলতার বদৌলতে গ্রামের লক্ষ লক্ষ হতদরিদ্র অশিক্ষিত, অল্পশিক্ষিত নারীদের সঠিক পরিকল্পনার মাধ্যমে সুসংগঠিত করে, প্রয়োজনানুযায়ী প্রশিক্ষন দিয়ে গড়ে তুলেছেন সফল উদ্দোক্তা,বিনিয়োগকারী ও সঞ্চয়কারী হিসাবে । এতো বড় অর্জনের জন্য তাকে যে পথমাড়াইতে হয়েছে , সে পথ তো তার নিজেরই তৈরী করা । সুতরাং এর চেয়ে অনেক সহজ পথকে তো তার ভয় পাবার কথা নয়, যে পথে অবলীলায় হাটতে পারে এদেশের একজন অতি সাধারন নারীও ।

কিন্ত কি আশ্চর্যের ব্যাপার ! এই ড.মো:ইউনুস সাহেবই কিনা ভয় পায়,আমাদের নীতি-নৈতিকতাহীন,বিবেকহীন,অর্থলোভী,চরম স্বার্থবাদী,দূর্নীতিবাজ,চোগলখোর, পথভ্রষ্ট সব ব্যক্তিত্বহীন কুলাংগার রাজনীতিবিদদের দখলে থাকা রাজনীতিকে ! তাহলে আপনার নিকট আমার প্রশ্ন -আপনার মতো এতো সুযোগ্য ও উপযুক্ত ব্যক্তি যদি দূর্বিত্তদের কবল থেকে আমাদের দেশের ভ্রান্ত ও মিথ্যার উপর প্রতিষ্ঠিত রাজনীতিকে মুক্ত করতে এগিয়ে না আসেন, তবে কে এগিয়ে আসার সাহস করবে ? কে পথ দেখাবে দিশাহারা এই জাতিকে ? আমরা কোনদিনও কি মুক্তি পাব না, এইসব কুলাংগার,অর্থলিপসু ,স্বার্থপর, নীতিহীন ও বিবেকবর্জিত রাজনীতিবিদদের কবল থেকে ? আপনি যদি আমাদের দূর্দশাগ্রস্ত এবং ক্রমশ অনিশ্চিতপথে ধাবমান, এই রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে উদ্যোগী না হন, তবে আপনার অনুপস্থিতিতে আপনারই গড়া, স্বপ্নের গ্রামীন ব্যাংক নামক প্রতিষ্ঠানটির কি পরিনতি হবে, তা নিশ্চয়ই আপনার মতো ব্যক্তিকে খুলে বলার প্রয়োজন নেই । শান্তিতে নোবেল বিজয়ের মাধ্যমে আপনি বিশ্বব্যাপী যে ব্যাপক পরিচিতি ও সম্মান পেয়েছেন, এরচেয়েও বড় নোবেল জয়ের সুখ পাওয়ার সুযোগ এবং যোগ্যতা দুই ই আছে আপনার, যা আপনি অর্জন করতে পারেন এদেশের মানুষকে ভালবেসে, তাদেরকে শ্বাসরুদ্ধকর পশ্চাদমুখীতার আবর্তে ক্রমাগতভাবে নিমজ্জমান- চরমহিংসা,স্বার্থবাদী ও বিদ্বেষমূলক রাজনীতির ঘেরাটোপ থেকে উদ্ধার করে ।

এইদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত জাতি ও শক্তিশালী অর্থনীতির দেশে পরিনত করার জন্য সব ধরনের উপকরন, যেমন- সুবিশাল দক্ষ জনবল,উর্বর মাটি ,উপযুক্ত পরিবেশ এইদেশে বিদ্যমান । এখন শুধু প্রয়োজন ড মাহাথির মোহাম্মদের মতো একজন সুযোগ্য নেতা, যার নেতৃত্বে এইদেশ মালয়শিয়ার মতো দ্রুতগতিতে উন্নতির শিখরে উঠতে পারবে । আর, সেই মাহাথিরের ছায়া আমি দেখতে পাই আপনার মাঝে । আমার দৃঢ় বিশ্বাস, কেবল আপনিই পারবেন, এইদেশকে জনগনের কাংখিত স্বপ্নের সোনার বাংলায় পরিনত করতে । আপনার সততা,দরিদ্র মানুষের প্রতি আপনার মমত্ববোধ ও দায়দ্ধতা,ক্ষদ্রঋনকে বিশ্বব্যাপি বিকশিত করতে গিয়ে আপনার অর্জিত অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতালব্দ দক্ষতা, আপনার সৃষ্টিশীল চিন্তাচেতনা,বিশ্বব্যাপী আপনার পরিচিতি ও গ্রহনযোগ্যতা ইত্যাদি আপনাকে করে তুলেছে, এইদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এক অপ্রতিদ্বন্ধি যোগ্যপ্রার্থী হিসাবে । বিশ্বব্যাপী দারিদ্রতা দূরীকরনের, আপনার আজীবন লালিত স্বপ্নকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে, এইদেশের রাজনীতিতে আপনার সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে ।

আমাদের দেশের অসভ্য, ইতর, ছোটলোক ও মতলববাজ রাজনীতিবিদেরা, আপনার অর্জন ও যোগ্যতাকে কোনভাবেই সহ্য করতে পারেনা, কারন- তাদের প্রচন্ড ভয়,যদি আপনার মতো সুযোগ্য ব্যক্তিদের আমাদের দেশের রাজনীতিতে আগমন ঘটে, তবে তাদের মতো এতো নিন্মশ্রেনীর পরকাষ্ঠা রাজনীতিবিদেরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে । তাই, এই সকল রাজনীতিবিদেরা কোনভাবেই আপনাকে রাজনীতিতে আসতে দিতে চাইবে না । এই জন্য তারা তাদের সবচেয়ে বড় যোগ্যতা -মিথ্যা বলা,অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া ও অন্যের ঘিবত গাওয়া নামক অস্রগুলি ব্যবহার করে চেষ্টা করবে, আপনার রাজনীতিতে প্রবেশ ঠেকাতে । কারন, তারা সম্মানীত ব্যক্তিদের সম্মান করতে না জানলেও অসম্মান করতে খুবই পারদর্শী । তাই আপনার রাজনীতিতে প্রবেশ ঠেকাতে তাদের সকল অপচেষ্টাকে, আপনার প্রজ্ঞা, ধৈর্য্য,দূরদর্শীতা ও সহনশীলতা দিয়ে রুখে দিতে হবে । কোনভাবেই আপনাকে পিছপা হলে চলবে না । আপনি তো জানেন, কিভাবে চরম প্রতিকুলতার মাঝেও এগিয়ে যেতে হয় । আপনার রাজনীতিতে প্রবেশ মানে- দুষ্টুলোকদের রাজনীতি থেকে বিদায়ের পথ তৈরী হওয়া । আপনার রাজনীতিতে প্রবেশ মানে- স্বাধীনতা যুদ্ধে জয়ী হওয়া একটি জাতির স্বপ্ন বাস্তবায়নের পথে ৪২ বৎসরের অপেক্ষার পালা শেষ হওয়ার ইংগিত বহন করা । আপনার রাজনীতিতে প্রবেশ মানে- একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশের একটি সুন্দর সকালের সুবাতাস পাওয়া । আপনি কেন এইদেশের মানুষকে এমন একটি সুযোগ থেকে বঞ্চিত করবেন ? আপনার নিকট থেকে এইদেশের জন্য কিছু পাওয়ার যে প্রত্যাশা, তা তো আপনিই সৃষ্টি করেছেন আপনার কর্ম দিয়ে । সুতরাং আপনার নিকট থেকে এইদেশের রাজনৈতিতে জনগনের প্রত্যাশামত পরিবর্তন আনয়নের প্রত্যাশা করা, অনেক বড় কিছু কি চাওয়া ?

আমি মনে করি, এইদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটি তৈরীই হয়েছে, আপনাকে রাজনীতিতে স্বাগতম জানানোর জন্য, যেমন প্রেক্ষাপট তৈরী করে দিয়েছিল এইদেশকে স্বাধীন করার জন্য, পাকিস্তানী শাসকগোষ্ঠী । বাংলাদেশে নূতন দল তৈরী করে রাজনীতিতে প্রবেশের চেয়ে, অন্য কোন প্রতিষ্ঠিত দলের উপর ভর করে নিজের অবস্থান তৈরী করা অনেক সহজ । তাই আপনাকে মানুষের উপর জীনের ভর করা নীতি অবলম্বন করে, রাজনীতিতে আপনার অবস্থান তৈরী করতে হবে, যা একটু কঠিন মনে হলেও দেশের বৃহত্তর স্বার্থে আপনাকে এতটুকু ত্যাগ স্বীকার করতেই হবে । কারন, আপনার মতো লোকদের, এখন এদেশের জন্য বড়ই প্রয়োজন । পরিশেষে, একটি ইংরেজী প্রবাদ দিয়ে আমি আপনাকে শেষ বারের মতো বাংলাদেশের রাজনীতিতে শুভাগমনের জন্য সর্বশেষ আকুতিটি জানাব, আর তাহলো: “When the iron is red, then strike.”



Edit this entry.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

নীলতিমি বলেছেন: ড.মো: ইউনুস সাহেব, আপনি রাজনীতিকে এতো ভয় পান কেন ?


>> খুব সহজ কারণ। হাসিনা-খালেদা তথা আওয়ামী-বিএনপি জন্মের শত্রু। কোনো তৃতীয় পক্ষ আসুক এদের মতো দোস্তি আর কোথাও পাবেন না।

উদাহরন: এরশাদ বিরোধী আন্দোলন।

এবার বুঝলেন কেন এদের গলিত রাজনীতিতে তিনি নামবেন !! /:) /:)

২| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

ইসলাম রফিকুল বলেছেন: রাজন.িতিই এ বিশ্বে সব থেকে কঠিন কাজ তাই চাইলেই সবাই এ কাজ করতে পারে না । যারা চরম সুখের স্বর্গে বসবাস করে দুঃখবিলাস করে তাদের পক্ষে আর যাই হোক রাজনীতি করা সম্ভব নয় । আর জননেতা, জাতীয় নেতা হওয়া তো অনেক বড় ব্যাপার । জননেতা, জাতীয় নেতা হতে গেলে সুখ কে দুপায়ে ঠেলে রাজনীতির পথে পা বাড়াতে হয় । এটা সব মানুষের পক্ষে সম্ভব নয় । এ কাজে ভয়কে জয় করতে হয় । এখানে জীবনের ভয় , লোকনিন্দার ভয়, কারণে অকারণে যৌক্তিক- অযৌক্তিক সমালোচনার ভয় সহ নানাবিধ ভয়ের সাথে সহাবস্থান করতে হয় । এটা সবাই পারে না, তাই সবাই নেতা হতে পারে না --- লেখক আপনিও পারবেন না ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

আহলান বলেছেন: মানুষ একা কিছু করতে পারে কি? তার চার পাশে এখন শুধুই জমির দালাল ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.