নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

“The Traffic Signal” হউক যানজট নিরসনে,সড়ক দূর্ঘটনা প্রতিরোধে নাগরিক সচেতনতা তৈরীতে গনজাগরন সৃষ্টির মাধ্যম

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

আমাদের দেশের নাগরিকদের জন্য সবচেয়ে বেশী বিরম্বনা সৃষ্টিকারী,অর্থনীতি বিনষ্টকারী,মূল্যবান সময় অপচয়কারী দানব-যানজট নিরসনের লক্ষ্যে ও প্রতিদিনের মৃত্যুর মিছিলের আয়োজনকারী সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গনসচেতনতা তৈরীর উদ্দেশ্যে চ্যানেল আই কর্তৃপক্ষের আরো একটি মহতী উদ্যোগের নাম “The Traffic Signal” । প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয় এই নাগরিক সচেতনতামূলক অনুষ্ঠানটি । শুরুর পর থেকে ইতিমধ্যেই অনুষ্ঠানটির ৪৪তম পর্ব পর্যন্ত প্রচারিত হয়েছে । এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হইল, যানজট সৃষ্টি ও সড়ক-নৌ দূর্ঘটনার কারনগুলি খুজে বের করে কিভাবে সেইগুলির সমাধান করা যায়, তা অনুসন্ধানের মাধ্যমে খুজে বের করে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা । অতপর: সমস্যাগুলির সমাধানের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের মতামত উক্ত অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকদের উদ্দেশ্যে তুলে ধরা। “দি ট্রাফিক সিগনালের” কলাকুশলীরা অত্যন্ত সুনিপুণতার সাথে তাদের কারিগরি দক্ষতায় মানুষের চলার পথের নানা অসংগতিগুলি, যেমন-খামখেয়ালীপনা, অসাবধনতা, অসতর্কতা,ট্রাফিক আইন না মানার প্রবনতা,স্বেচ্ছাচারিতা ইত্যাদি তাদের সূক্ষ দৃষ্টির মাধ্যমে তুলে এনে আমাদের নাগরিকদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয় । উপরোক্ত যে কোন একটি কারনে, যে কোন সময়ে যে একটি জীবনের যবনীকাপাত ঘটতে পারে, তা উক্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই উপলব্ধি করতি পারি । সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকদের পথে-ঘাটে,নৌপথে চলাচলের সময়ে কিরুপ সাবধানতা অবলম্বন করা উচিত, তা খুব সহজেই রপ্ত করা সম্ভব । এই অনুষ্ঠানের মাধ্যমে যেমন নাগরিকেরা তাদের যাতায়াতের ক্ষেত্রে নানান অসুবিধাগুলি যথোপযুক্ত কর্তৃপক্ষের বরাবরে তুলে ধরতে পারে, ঠিক তেমনি সরকারের যোগাযোগ সংশ্লিষ্ট উর্ব্ধতন কর্তৃপক্ষরাও নাগরিকদের সুবিধার্থে নেওয়া তাদের বিভিন্ন পদক্ষেপগুলি উক্ত অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকদের উদ্দেশ্যে তুলে ধরতে পারে । তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের যে কোন সচেতন নাগরিক বা দায়িত্বশীল প্রতিষ্ঠান উপরোক্ত বিষয়াবলীর ব্যাপারে তাদের যেকোন পরামর্শ বা মতামত জাতির সামনে তুলে ধরতে পারে । তাই আমি মনে করি যে এই অনুষ্ঠানটির মাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরীর মাধ্যমে আমরা খুব সহজেই এইদেশকে যানজটমুক্ত করতে পরি এবং সড়ক-নৌপথের দূর্ঘটনায় ব্যাপক প্রানহানীর মাত্রাকে অনেক কমিয়ে আনতে পারি । সেইসাথে পারি দেশে একটি সুশৃংখল পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে । ১৬কোটির এই বিশাল জনগোষ্ঠির দেশের সকল মানুষকে সচেতন করে তোলার কাজে, এই ধরনের অনুষ্ঠানের আরো বেশী বেশী প্রচার হওয়া খুবই জরুরী । দেশের জন্য প্রয়োজনীয় এই অনুষ্ঠানটি সম্পর্কে খুব কম মানুষই অবগত । তাই চ্যানেল আই কর্তৃপক্ষের নিকট আমার আবেদন,গনসচেতনামূলক এই অনুষ্ঠানটির প্রচারনার ব্যাপারে অধিকতর মনোযোগ দেওয়া হউক ।

এখানে উল্লেখ্য যে, “দি ট্রাফিক সিগনাল” ব্লগে ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত যানজট নিরসনের আমার প্রস্তাবটির উপর আমার একটি বিস্তারিত সাক্ষাতকার,যানজট নিরসনের একটি মডেল উপস্থাপন এবং যানজট নিরসনের আমার পরিকল্পনার ব্যাপারে আমাদের দেশের একজন স্বনাধন্য যোগাযোগ বিশেষজ্ঞের মতামত আগামী যে কোন একটি পর্বে প্রচারের জন্য প্রয়োজনীয় সকল কার্য সম্পন্ন করেছেন । আশা করছি, খুব শীঘ্রই তা প্রচারিত হবে । সবাইকে অগ্রীম আমন্ত্রন আমার অংশ গ্রহনের সেই পর্বটি দেখার জন্য ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.