নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

"আমরা কি আমাদের গাড়ির চেয়েও, গাড়ির ড্রাইভারকে বেশী ভালবাসি ?"

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

আমরা যারা, যে কোন ধরনেরই গাড়ির মালিক হই না কেন, তা চালানোর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ, দক্ষ এবং সৎ চরিত্রের অধিকারী ব্যক্তিকেই নিয়োগ দেয়ার চেষ্টা করে থাকি । এইজন্য আমরা কোন ড্রাইভার নিয়োগের সময় সর্বোচ্চ খোজ-খবর নিয়ে, তারপর যাচাই-বাছাই করেই কিন্ত তাকে গাড়ি চালানোর জন্য নিযুক্ত করে থাকি । কারন, ড্রাইভার যদি অভিজ্ঞ, দক্ষ আর সৎ চরিত্রের অধিকারী না হয়, তবে গাড়ির মালিক হিসাবে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারি, যেমন- ড্রাইভার অভিজ্ঞ ও দক্ষ না হলে, গাড়ি যে কোন সময় দূর্ঘটনার শিকার হতে পারে । ফলে উপরোক্ত দূর্ঘটনায় আমাদের পংগুত্ব বরন করা থেকে শুরু করে জীবনহানীও ঘটতে পারে এবং সেই সাথে গাড়িও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে । আবার, ড্রাইভার সৎ না হলে গাড়ির বিভিন্ন পার্টস চুরি ও জ্বালানি চুরি করে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে । উপরোক্ত নানাবিধ ঝুকির কথা জেনেও কি আমরা জেনে শুনে অনভিজ্ঞ, অদক্ষ আর অসৎ ব্যক্তিকে কেহ নিজের গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে পারি ? নিশ্চয়ই, না । আর যদি জেনে শুনে কেহ অনভিজ্ঞ, অদক্ষ আর অসৎ ব্যক্তিকে, তার নিজের গাড়ির ড্রাইভার হিসাবে নিয়োগ দেয়, তবে অবশ্যই তাকে যেকোন ধরনের দূর্ঘটনার শিকার হওয়ার জন্য মানষিকভাবে প্রস্তত থাকতে হবে এবং তাকে অবশ্যই যে কোন প্রকার ক্ষতির শিকার হতেই হবে- হতে পারে তা আর্থিক বা শারীরিক বা এমনকি জীবনহানীও । সুতরাং এইরুপ ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থাকা সত্বেও, যদি কেহ অনুরুপ অযোগ্য ব্যক্তিকে তার নিজের গাড়ির ড্রাইভার নিয়োগ করতে চায়, তবে অবশ্যই তার নিজের জীবন ও তার গাড়ির চেয়ে, ড্রাইভারের প্রতি অধিক ভালবাসা থাকতে হবে । কিন্ত বাস্তবে নিজের গাড়ির ড্রাইভার রাখার ক্ষেত্রে অনুরুপ ঘটনা ঘটার সম্ভাবনা না থাকলেও, দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্ত আমরা দেশের মালিক জনগন, দেশের চেয়ে দেশ পরিচালনাকারীদেরকেই বেশী ভালবাসি । এই কারনে আমরা জনগন দেশ পরিচালনাকারীদের যত অযোগ্যতাই,যেমন -অসততা,দূর্নীতিপরায়নতা,বিচারহীনতা,পরশ্রীকাতরতা,প্রতিহিংসাপরায়নতা,অসহনশীলতা ইত্যাদি থাকুক না কেন, তাদেরকেই বারবার দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকি । ফলাফল- বর্তমানে আমরা সকল জনগন মিলে যা ভোগ করছি ! বর্তমানে দেশ পরিচালনাকারী হিসাবে যে সকল রাজনীতিবিদেরা দেশে এক ভয়াবহ অরাজক,ধ্বংসাত্বক ও অশান্তিময় পরিবেশ সৃষ্টি করেছে, তা থেকে বাঁচতে হলে জনগনকে, এই সকল রাজনীতিবিদের উপর থেকে ভালবাসার নামে অন্ধ সমর্থন অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে । কারন, রাজনীতিবিদদের প্রতি যুক্তহীন অন্ধ সমর্থন, তাদেরকে দায়িত্ত্বজ্ঞানহীন,মনুষত্ত্বহীন,পাষন্ড,দূর্নীতিপরায়ন ও বিবেকহীন এক বিশেষ প্রকৃতির মানুষে পরিনত করে । জনগনকে নিজেদের স্বার্থেই দেশকে বেশী ভালবাসতে হবে এবং দেশের স্বার্থকেই সবচেয়ে বেশী প্রাধান্য দিতে হবে । জনগনের সাথে দেশের সরকার পরিচালনাকারীদের সম্পর্ক হবে শুধুমাত্র গাড়ির মালিকের সাথে তার গাড়ির ড্রাইভারের সম্পর্কের মতো । গাড়ির ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে যখন আমরা অভিজ্ঞতা, দক্ষতা ও সততাকে মূল চাবিকাঠি মনে করি, ড্রাইভারের যোগ্যতা মাপার জন্য । তখন দেশ পরিচালনা তো আরো অনেক কঠিন ব্যাপার । সেইক্ষেত্রে আরো অনেক বেশী বিশেষনযুক্ত গুনাবলী থাকা আবশ্যক দেশ পরিচালনাকারী রাজনীতিবিদদের ক্ষেত্রে । সুতরাং দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য একজন রাজনীতিবিদের যে সকল মানবিক গুনাবলী থাকা আবশ্যকীয়, সেইগুলি হলো :যথা-সততা, ন্যায়পরায়নতা,দায়িত্বশীলতা,সাম্যবাদীতা,অভিজ্ঞতা,দক্ষতা ,দূরদৃষ্টিতা ও পরমত সহনশীলতা ইত্যাদি । নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে, তাদের সঠিকভাবে দায়িত্ব পালন সাপেক্ষে উপযুক্ত সম্মান ও সম্মানী প্রদানের ব্যবস্থা করতে হবে কিন্ত কোনভাবেই তাদের মূল্যায়ন প্রক্রিয়া, দেশ ও দেশের জনগনের স্বার্থের উর্ধ্বে হতে পারবে না । দেশ পরিচালনাকারীদেরকে অবশ্যই স্বাধীনতার জন্য জীবনদানকারী মুক্তিযোদ্ধাদের মতো খাঁটি দেশপ্রমিক হতে হবে । কোনভাবেই ক্ষমতাপ্রেমিক লোকদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ত্ব প্রদান করা যাবে না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.