নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

"অগ্নিদগ্ধ গিতা সেনকে" প্রধানমন্ত্রীর সাহায্য করার কথা শুনে মা শোনালেন "এক বিখ্যাত ডাকাতের গল্প"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

আমার মা যখন খুব ছোট, তখন আমার নানা বাড়ির অদূরে বাস করতএক বিখ্যাত ডাকাত । সেই সময় আমার নানা বাড়িতে একসাথে ছয়টি মাটির ঘর নির্মানের কাজ চলছিল । একদিন আমার নানা দেখলেন যে, বাড়ির দূরে দাঁড়িয়ে এক লোক নির্মানাধীন ঘর নির্মান দেখছেন । নানা তখন হেঁটে ঐ লোকের কাছে গিয়ে দেখলেন যে, ঐ লোকটি আসলে বিখ্যাত ঐ ডাকাত । নানা তখন অনেকটা ভয়ই পেলেন । কিন্ত নানা তা ঐ ডাকাতকে বুঝতে না দিয়ে সাহস করে, সালাম দিয়ে ঐ ডাকাতকে বললেন চাচা, "এতোগুলি ঘর একসাথে নির্মান করা দেখে আবার আপনি মনে কইরেন যে, আমাদের অনেক টাকা পয়সা আছে ।" নানার এই কথা শুনে ডাকাত হেসে দিয়ে বললেন যে, আমারে কি তুই সেই রকম ডাকাত মনে করছ যে, তোর বাড়িতে ডাকাতি করব ? এই কথা বলে ডাকাত আমার নানাকে বলল যে, শোন তবে আমি কেমন ডাকাত,এই কথা বলে তিনি তার জীবনের এক বাস্তব ডাকাতির ঘটনার বর্ননা করতে লাগলেন যে, "আমি একবার এক কাপড়ের বেচাকেনার সাপ্তাহিক হাটে গেলাম ডাকাতির উদ্দেশ্যে । হাটে গিয়ে এক বড় কাপড় ব্যবসায়ীকে টার্গেট করে, সারাদিন তাকে ফলো করা শুরু করলাম । সারাদিন কাপড় বিক্রি করে সন্ধায় ঐ ব্যবসায়ী কাপড় বিক্রির সব টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিল । আমিও তার পিছু নিলাম । ঐ ব্যবসায়ী বাসে চড়ে বসল । আমিও তার পাসের সিটে গিয়ে বসলাম । বাস চলতে শুরু করল । বাস চলাকালীন সময়ে আমি তার সমস্ত টাকা হাতিয়ে নিলাম । কিছুক্ষন পর বাসের কন্ট্রাকটার আসল ভাড়া নেওয়ার জন্য । ঐ ব্যবসায়ী ভাড়া দেয়ার জন্য টাকার থলিতে হাত দিয়ে দেখে যে, তার থলেতে কোন টাকা নেই । এই অবস্থায় ঐ ব্যবসায়ী বেহুস হয়ে পড়ে । তখন আমি ঐ ব্যবসায়ীর মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে তুললাম । আমি আমার পকেট থেকে টাকা বের করে ঐ ব্যবসায়ীর জন্য ও আমার জন্য দুটি বাসের টিকিট কিনলাম । তারপর ঐ ব্যবসায়ীকে আমি নিজে সাথে করে তার বাড়ি নিয়ে গেলাম । বাড়ি পৌছে আবার ঐ ব্যবসায়ীকে কিছু টাকা দিলাম বাজার করার জন্যে । ঐ টাকা দিয়ে বাজার করে এনে ঐ ব্যবসায়ীর স্ত্রী রান্না করে আমাকে খাওয়ালেন এবং তাদের পুরা পরিবার আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলে প্রান ভরে দোয়াও করলেন, আমার এইরুপ ভালোমানুষীর রুপ দেখে ।" এই হলো আমার ডাকাতি করার নমুনা অর্থ্যাৎ আমি ডাকাতিও করি আবার মানুষের দোয়াও নেই । এই কথা বলে ঐ ডাকাত আমার নানাকে অভয় দিয়ে চলে গেল । টেলিভিশনের খবরে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ গীতা সেনকে বলছিলেন যে, চিকিৎসায় যা খরচ লাগবে, আমরা ব্যবস্থা করব । তখন আমার মা এই গল্পটি শুনিয়ে বলল যে, "গন্ডগোল লাগাইয়া মানুষ পোড়ানোর ব্যবস্থা করল প্রধানমন্ত্রী, আবার আহতদের চিকিৎসার খরচ দিয়া তাদেরই দোয়া ও সহানুভূতি নিতে চায় প্রধানমন্ত্রী ।"



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গল্পটা তো মজার!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

নাওেয়দ বলেছেন: হাহাহাহহহা! সেরাম মিলেছে!

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

আলোকন বলেছেন: হা হা হা :D

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

ঢাকাবাসী বলেছেন: দারুণ মিলে গেছে!

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

মসন বলেছেন: গল্প টা খুব ই ভাল । শেয়ার করলাম ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

শফিক আলম বলেছেন: যিনি আড়ালে বসে নিরোর বাঁশি বাজাচ্ছেন তার কথা কিছু বলুন। এইরকম পোস্ট তো পরিস্থিতিকে আরও উস্‌কে দেবে!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

ঘর জামাই বলেছেন: ২+২ = ৪, হিসাব মিলে গেছে ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

শ্রাবণধারা বলেছেন: চমৎকার গল্প। এখনকার রাজনৈতিক ডাকাতরা অবশ্য আরো অনেক খারাপ ও ভয়ঙ্কর........।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কিছু কমু না, কইতে মানা । :((

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: দারুণ হয়েছে

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

সেতু আমিন বলেছেন: ফাটাফাটি গল্প।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: শ্রাবণধারা বলেছেন: চমৎকার গল্প। এখনকার রাজনৈতিক ডাকাতরা অবশ্য আরো অনেক খারাপ ও ভয়ঙ্কর........।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বিশ্বাস করি 1971-এ বলেছেন: জটিল! এইটাই এদের ন্যাচার।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার +++

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: "গন্ডগোল লাগাইয়া মানুষ পোড়ানোর ব্যবস্থা করল প্রধানমন্ত্রী, আবার আহতদের চিকিৎসার খরচ দিয়া তাদেরই দোয়া ও সহানুভূতি নিতে চায় প্রধানমন্ত্রী ।"


মারে আমার সালাম জানাইয়েন!

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

জনাব মাহাবুব বলেছেন: জটিল একটা লেখা দিলেন তো। অসাম হইছে। B-)) B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.