![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একগ্রামে ছিল দূরন্ত প্রকৃতির এক কিশোর বালক । সে বক শিকার করার জন্য প্রতিদিনই একটি ইঁদুর মারার কলে ছোট মাছ গেথে, বাড়ির ধারের জলাশয়ে পেতে রাখত । কিন্ত কোন বকই, সেই কলে ধরা পড়ত না । অনেক দিন চেষ্টা করেও কোন কাজ না হওয়ায়, সে একদিন হতাশ হয়ে আকাশের পানে চেয়ে বলতে লাগল যে, হে আল্লাহ , আজ যদি আমার কলে দুইটি বক ধরা পড়ে, তবে তোকে দিব একটি, আর আমি নিবো একটি । সেই দিন সত্যি সত্যি দুইটি বক, তার পাতা ফাঁদে বা কলে ধরা পড়ল । তখন সে, সেই কল থেকে বক দুইটিকে হাতে নিয়ে, আবার আকাশের দিকে তুলে ধরে বলতে লাগল যে-
" কলে কলে ধরছি বগা
খোদারে দিমু চেটের আগা "
ঠিক সেই মুহুর্তেই, তার হাতে থাকা বক দুইটির একটি, ঐ কিশোর বালকটির চোখে ঠোকর বসিয়ে দিয়ে, একটি চোখ তুলে ফেলল, আর অমনি বালকটি তার হাতে থাকা বক দুইটিকে ছেড়ে দিয়ে, চিৎকার শুরু করে দিল । ফলে, বক দুইটি, মুক্ত হয়ে দূর আকাশে মিলিয়ে গেল এবং সেই ছেলেটির একটি চোখ, আজীবনের জন্য অন্ধ হয়ে গেল ।
বর্তমান সরকারের ৫ই জানুয়ারীর নির্বাচনের আগের অবস্থান, আর নির্বাচনের পরের বর্তমান অবস্থান দেখে, আমার শুধু সেই বক শিকারী দূরন্ত কিশোরের গল্পটার কথাই বার বার মনে পড়ছে এইজন্য যে, শেষ পর্যন্ত না বর্তমান সরকারের পরিনতিটাও, এই কিশোর বক শিকারীর গল্পের সাথে মিলে যায় !
২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
বেলা শেষে বলেছেন: I am trying to understand, when we will - never understand.
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুশীলেরে যতই সুশীল কথায় বোঝান সে ঐ কিশৌরের মতই বলবে!
পাগলা কুকুরকে যতই সুশীল ভাষায় জ্ঞান দিতে যাবেন ততই কামড়াতে আসবে!
আবার মুগর খানা লইয়া যুতসই বাড়ী দেন- লেজু গুটিয়ে কুই কুই করে পালাবে!!
আপনার আশংকা অযথার্থ নয়!
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ...........
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩
একজন ঘূণপোকা বলেছেন: " কলে কলে ধরছি বগা
খোদারে দিমু চেটের আগা "
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
স্পেলবাইন্ডার বলেছেন: যথার্থ...