| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
টিয়া পাখিটার মন খারাপ
দাদুর মামলার কাল রায়,
ফাঁসি নাকি যাবজ্জীবন
প্রান করে হায় হায়!
দাদু তো নয় মেশিনম্যান
ভীষণ পাওয়ার তার,
আঠারো আর তরুন যুবা
তারাও মানে হার।
লইট্যা ফিস আর গরম ভাত
দাদুর ভীষণ প্রিয়,
ফাঁসি দিলে মরার আগে
এটাই খাইতে দিও।
দাদু বলে, টিয়া পাখি
আয় তুই উড়ে,
মরে গেলেও তুই কি পাখি
মিস করবি মোরে?
টিয়া বলে, নাগো দাদু
শুনো কথা খাঁটি,
তুমি মরলে পাকিস্তানে
দিব তোমার মাটি।
হইবা যদিও টিয়া পাখি
ভালো মন্দ বুঝি,
তোমার মতো রাজাকারের
ফাঁসির রায়-ই খুঁজি।
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
চিমা মস্তকে হুল হুল বলেছেন: শেষ জামানায় এমন এক শ্রেণীর আলেম হবে তাদের মুখে থাকবে মধু আর অন্তরে থাকবে বিষ। তারা ধর্মের কথা বলবে দুনিয়ার সম্মান আর ধন-সম্পদ রোজগারের উদ্দেশ্যে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
নিকোটিন বলেছেন: +