| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
একযে ছিল টিয়া
নামটি তাহার বেগম জিয়া,
দাদু ডাকে, ঊরেএএএএ আয়
টিয়া পাখি লজ্জা পায়।
ভালবাসা লাজুক মনে
কইব কথা দাদুর সনে
কিন্তু তাহার উপায় নাই,
বাঙলা তাহার ফাঁসি চায়।
অতঃপর একদিন
টিয়া উড়ে গেল সিঙ্গাপুর
দাদুর থেকে অনেক দূর,
দাদু তখন জেলখানায়
ফাঁসির রায়ের অপেক্ষায়।
ফাঁসি দিল ট্রাইব্যুনাল
শুনে হাসে আবুল মাল।
টিয়া দেশে ফিরে এসে
মুখ খুলে অবশেষে,
সাংবাদিক ডেকে কয়
এটা কোন বিচার নয়।
দেশ বাঁচাও
মানুষ বাঁচাও
এই বলে মারে ফাল
পাঁচ তারিখ হরতাল।
২|
০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
মধুর দুঃস্বপ্ন বলেছেন: thanks bro ![]()
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
আখিলিস বলেছেন: দারুণ লিখছেন ! জটিল !