| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
আমি আর নাইব না সই এমন ভরা গাঙ্গে
আমার স্বাদের যৌবন ভাইস্যা যাইব ভাঁটির পানির সঙ্গে,
আমি আর নাইব না সই এমন ভরা গাঙ্গে।
যৌবন আমার টাপুর-টুপুর আষাঢ় মাইস্যা বৃষ্টি
উথাল-পাথাল পদ্মা নদী, মধু যেমন মিষ্টি।
এমন যৌবন সুধা তবু কেন নাগর নাহি মাঙ্গে,
আমি আর নাইব না সই এমন ভরা গাঙ্গে।
একদিন দুইদিন মাস গেল এমনি করে বছর,
রাইতে আমার ঘুম আসেনা, এ কোন জীনের আসর?
দিন আমার কাটেগো সই প্রেম-পিরিতির রঙ্গে,
আমি আর নাইব না সই এমন ভরা গাঙ্গে।
নাগর আমার মন বুঝেনা, বুঝে শুধু লীলা,
ভালবাসায় কাছ টানেনা- কেমন নিলাজ খেলা!
কৃষ্ণ যেমন খেলত গো সই অবল রাইয়ের সঙ্গে,
আমি আর নাইব না সই এমন ভরা গাঙ্গে।
©somewhere in net ltd.