| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
বিএনপি নেত্রী বেগম জিয়ার ভাষ্যমতে যারাই রাজাকারদের ফাঁসি চাইছে তারাই নাস্তিক। নাস্তিকতার সংজ্ঞা এখন স্রষ্টার অস্তিত্তে বিশ্বাস বা অবিশ্বাসের উপর আর নির্ভরশীল নেই। যারাই ফাঁসি চাই স্লোগান দিয়াছে তারাই আখ্যায়িত হয়েছে নাস্তিক হিসাবে। তরুণ প্রজন্মের যে বৃহৎ অংশটি যুদ্ধাপরাধীদের বিচার চাইছে বেগম জিয়ার কাছে তারা নষ্ট, তারা নাস্তিক, তারা শুধু নাচ-গান করে। অথচ বেগম জিয়া, সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করে বলেন,
"আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের পাতা নড়ে না, তেমনি প্রশাসনের কোনো কাজ প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া হয় না।"
আপনি কত বড় আস্তিক জানিনা, আপনি কত বড় ধার্মিক তাও জানিনা তবে এটুকু বোঝার মতো কমন সেন্স আমাদের আছে যে মহান আল্লাহ তালাহর সাথে আর কাওকে তুলনা করাকে শিরক বলে। বেগম জিয়া মহান আল্লাহপাকের সাথে আমাদের প্রধানমন্ত্রিকে তুলনা করে শিরক করেছেন [নাউজুবিল্লাহ]। তিনি নাস্তিক নন, তিনি একজন কাফির।
২|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
তাজা কলম বলেছেন: খালেদা একজন মুনাফিক..
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
নন্দনপুরী বলেছেন: খালেদা একজন মুনাফিক..........