| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
বাঁদর বুড়ো হলেও গাছে চড়া ছাড়েনা; এমন একটা প্রবাদ প্রচলিত আছে। আর এই প্রবাদের উৎকৃষ্ট উদাহরণ হল মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক বিএনপি নেতা বিশিষ্ট মুখরা পুরুষ সাকা চৌধুরী। একাত্তরে যৌবনে উন্মত্ত সাকা সুযোগের সদব্যবহার করতে হয়তো ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধে জড়িয়ে পড়তে পারেন। তখন তার ভরা যৌবন ছিল। কিন্তু সাম্রতিক সময়ে তার বিরদ্ধে যে অভিযোগ উত্থাপিত হল কারাগারে নিযুক্ত তার সেবককে যৌন নিপীড়ন করে, তার থেকেই প্রমাণিত হল বাঁদর বুড়ো হয়ে গেছে কিন্তু গাছে চড়া স্বভাবটা একদম বদলায়নি। সাকা একজন আধুনিক মানসিকতার মানুষ তাই তিনি এবার কোন নারীকে যৌন নিপীড়ন না করে করলেন একজন পুরুষকে। উন্নত বিশ্বে সমকামিতার স্বীকৃতি তো অনেক আগেই দেওয়া হয়েছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এর চর্চা বেশ ভালভাবেই চলে। আমাদের দেশে যে গোপনে, আড়ালে-আবডালে এমনটা হচ্ছেনা তাও কিন্তু নয়। তবে সাকা একে প্রকাশ্যে নিয়ে আসার সাহস দেখিয়ে সত্যি প্রশংসার দাবিদার হয়েছেন। এখন প্রশ্ন হল, একাত্তরে বাঙালি নারীরা ছিলেন গণিমতের মাল(!) কিন্তু এই কিশোর সেবক ছেলেটিকে তিনি কোন ফতুয়ার ভিত্তিতে এহেন ঘৃণ্য আচরণের শিকার বানালেন? শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটির বাবা বাদী হয়ে মামলা করেছেন সাকার বিরদ্ধে।
একদলা থুথু ছিটিয়ে প্রতিবাদ জানালাম সাকার এই ঘৃণ্য আচরনের।
২|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
মুহাম্মদ ফয়সল বলেছেন: একদলা থুথু সাকাকে!
৩|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
পিচ্চি পোলা বলেছেন: নন্দিতা দাস অভিনয় করলেন "ফায়ার" ছবিতে আর সাকা চৌধুরি অভিনয় করলেন "ব্যাকফায়ার" ছবিতে!!!
৪|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
মধুর দুঃস্বপ্ন বলেছেন: পুরাই অস্থির মামা!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওয়ান্স আ রাজকার(পড়ুন রেপিস্ট)..