![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন যখন হারিয়ে যাবে মিথ্যে সুখের মেলায় কষ্টগুলো ভাসিয়ে দিও, কালো মেঘের ভেলায় যত্ন করে রেখে দেব স্বপ্ন ভাঙ্গার সুখ, সুখে রাখার জন্যে তোমায় আমি যে উন্মুখ
ছবির গল্প..........
ছোট বেলায় যখন এই বুড়িগঙ্গা ব্রিজ এর নিচ দিয়ে বরিশাল থেকে ঢাকায় আসা-যাওয়া করতাম, তখন এখানে ছবিতে দেখতাম এক রাজা মশাই মাথায় মুকুট পরে দাড়িয়ে আছে। আর মনে মনে ভাবতাম ইনিই মনে হয় ঢাকার রাজা। ভাবনা সঠিক হওয়ার জন্য মুরব্বিদের জিগাইলাম, এই রাজা কি ঢাকার রাজা? তারা সবাই বল্ল হ্যাঁ বাবা - ইনিই ঢাকার রাজা।
এর পর সেই ধারনা নিয়ে কেটে যায় বহু বছর। ধীরে ধীরে আমি ও বড় হলাম আর বন্ধুদের সাহায্য নিয়ে আসল রাজা মশাইকে খুজে বের করলাম। আর এটা ও জানতে পারলাম যে রাজা মশাই কেন দেশের রাজা। কিন্তু বর্তমানে এখন আর রাজা মশাই এর ছবি এই ব্রিজে নাই, রাজা মশাই বিয়ে করেছিলো এক বিদেশীনীকে সেই বিদেশী বউ এর অত্যাচারে রাজা মশাই অকালে মারা গেছেন, তবে মারা যাওয়ার আগে রাজা মশাই এর বংশে জন্ম হয়েছিল এক বংশধর। রানী নাম রেখেছিল “প্যানথার” (চিতাবাঘ) আর রাজা ডাকতো আদর করে “ আসল পুরুষ ” বলে। তাই বর্তমানে এখন এই ব্রিজ এর নিচ দিয়ে আসা-যাওয়া করলেই রাজা বংশধর “ আসল পুরুষ ” এর ছবি দেখতে পাই। :p
২| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৮
বেসিক আলী বলেছেন: সেইরাম বিশ্লেষণ হইছে
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৭
কানাই স্যার বলেছেন: অসম্ভব ভাল লিখিয়ে আপনি। জটিল। ভাল থাকুন।