নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি,অন্যকে স্বপ্ন দেখাই।

[email protected]

সাইফুল ইসলাম শাহীন

স্বপ্ন যখন হারিয়ে যাবে মিথ্যে সুখের মেলায় কষ্টগুলো ভাসিয়ে দিও, কালো মেঘের ভেলায় যত্ন করে রেখে দেব স্বপ্ন ভাঙ্গার সুখ, সুখে রাখার জন্যে তোমায় আমি যে উন্মুখ

সাইফুল ইসলাম শাহীন › বিস্তারিত পোস্টঃ

অাপেক্ষা

১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সবুজ শ্যামল অজপাড়াগাঁয়ের একটি কিশোর ছেলে শহরের এক কিশোরী মেয়েকে প্রেম পত্র পাঠাল। অনেক অাপেক্ষার পর একদিন তার উত্তর অাসল। মেয়েটির উত্তরে লিখে ছিলা- অামি তোমাকে পছন্দ করি কিন্তু এখনি বলব না তোমাকে ভালবাসি। ভালবাসার কথাটা পরে জানাবো তুমি অপেক্ষায় থাক অার অামাকে ভুলে যেয়ো না।

এরপর ছেলেটি অপেক্ষা করতে থাকে কখন মেয়েটি তাকে ভালবাসার কথা বলবে। অপেক্ষা করতে করতে ছেলেটি কিশোর বয়স পার হয়ে যুবক বয়সি হয়ে গেল কিন্তুু তখনও মেয়েটি তার উত্তর দেয়নি। এর পর ছেলেটি শহরে এসে অনেক কষ্টে উচ্চশিক্ষা লাভ করার পর হটাৎ একদিন শহরে বসে মেয়েটির সাথে ছেলেটির দেখা হল। তখন ছেলেটি মেয়েটিকে বলল তুমি অামাকে অপেক্ষায় থাকতে বলেছিলে আমি তোমার প্রতি বিশ্বাস রেখে অপেক্ষায় ছিলাম যে, কখন তুমি তোমার ভালবাসার কথা আমাকে বলবে। কিন্তুু তুমি কেন বললে না!

তখন মেয়েটি বলল- তোমার কাছ থেকে প্রেম পত্রটি পাওয়ার কিছুদিন পর আমার সহপাঠী বন্ধুর কাছ থেকে একটি প্রেম পত্র পাই। কিন্তু যখনই ভাবি তোমাকে অামার ভালবাসার কথা বলব- ঠিক তখনই অামার সহপাঠী বন্ধু তার পত্রের উত্তরের কথা জানতে চেয়ে অামাকে স্বরণ করিয়ে দিতো তখন তোমার কথা ভুলে যেতাম। এভাবে অনেক দিন চলতে থাকে যখনই তোমার কথা মনে পড়ে তখনই ও অামার সামনে এসে তোমাকে ভুলিয়ে দিতো। এরপর একদিন অামার সহপাঠী বন্ধুকে অার ফিরিয়ে দিতে পারলাম না। যে কথা তোমাকে বলার ছিল সেই কথা বলে দিলাম অামার সহপাঠী বন্ধুটিকে। তবে তোমার জন্য অামার খুব খারাপ লাগছে তুমি যদি অামার পাশাপাশি থাকতে অার ওর মত বার বার অামার কাছ থেকে উত্তর জানতে চাইতে তাইলে অামার জীবনে তুমি ছাড়া অার কেউ অাসতো না।

[ শিক্ষা :- পছন্দের কিছু পেতে হলে তার পিছে লেগে থাকতে হবে :) ]

#Syful_islam_Syf

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:

" পছন্দের কিছু পেতে হলে তার পিছে লেগে থাকতে হবে "

-গল্পের থেকে মরাল ভালো হয়েছে
-দেখেন আবার, ঘোড়া ধরতে গিয়ে পেছনে লাগবেন না।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: ধন্যবাদ, অনেক ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.