নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুল কমিট

সাদাসিদা চুপচাপ একজন মানুষ

সাইফুল কমিট › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজেদেরকে একটু রিচার্জ করে নেই ..... ।

৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

মানুষকে রিচার্জ করতে হলেতো আর বিদ্যুত দিয়ে করা সম্ভব নয় তাই কিছু কথা যা বিদ্যুতের মত কাজ করে এবং মন নামক ব্যাটারী কে রিচার্জ করতে সক্ষম তাই শুনতে হবে।
“স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না” এই দুটি কথার ওজন কত হবে তা মাপার সক্ষমতা আমার নেই কিন্তু তার কথাগুলো সত্যি স্যালুট করার মত, যখন জীবনে হতাশা আসে তখন নিজেকে রিচার্জ করার জন্য তার কথা গুলোতে একবার হলেও চোখ বুলাই এতে আবার শক্তি ফিরে পাই।
আমি ভারতের মরহুম রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কথা বলছি যার মতে “স্বপ্নকে হতে হবে বিশাল। জীবনে ছোট লক্ষ্য নির্ধারণ একটি অপরাধ।” তাই মাঝে মাঝে তার এই বানী গুলোর নিরিক্ষে নিজেদের জীবনের গতিপথ মিলিয়ে নেওয়া দরকার হয়তবা তার এই উক্তি আপনার জীবনও পাল্টে দিতে পারে।

“সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে”

“হতাশ না হয়ে নিজেকে স্বপ্নপূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছ, সেদিকে নজর রাখবে। কখনোই সাহস হারাবে না। নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয়, সে চেষ্টা করো”

“সমস্যাকে কখনো আমার ওপর চেপে বসতে দেব না। যত কঠিন সময়ই আসুক না কেন, কখনোই হাল ছেড়ে দেব না”

“আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব”

“যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়”

“সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না। বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছেই”

“যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়”


“যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে”

এই রকম উদ্দিপ্তময় কথা বলতে বলতেই তিনি চলে গেছেন কিন্ত রেখে গেছেন তার অসংখ্য অমিয় বানী তাই হাজার স্যালুট তোমাকে।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

মহসিন৭১ বলেছেন: http://www.bbarta24.net/blog/2015/10/30/4983

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

মহসিন৭১ বলেছেন: আপনার লেখাটা দেখুন

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সাইফুল কমিট বলেছেন: খুব ভাল লাগলো । অনেক ধন্যবাদ আপনাকে। আমার এই লেখাটাও দিতে পারেন
http://www.somewhereinblog.net/blog/syfulcomet/30077177

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আল আমিন জিহাদ বলেছেন: পরে অনেক ভাল লাগল,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.