![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝাতে চাইনি আমি আমারও ভাষায়
বুঝাতে চাইনি আমি আমারও কথায়
শুধু আমার অনুভবে জাগাতে চেয়েছি
তুমি ও তোমায়।
শরৎ আকাশ নীল হয়েছে
অসময়ে কত বৃষ্টি
শুন্যতার মাঝে শুন্য জমেছে
পড়েনি তোমার কোন দৃষ্টি।
ভাষায় ভাষায় কথা হবে হয়ত হবে গান
হ্রদয়ের আকুতি বোঝাতে কি লাগে
গল্প কবিতার টান ।
অনুভবে অনুভবে তপ্ত হয়েছি
শিখা ছড়িয়েছে আভায়
ব্যক্ত হইনি জাগাতে পারিনি
ব্যস্ত রেখেছো আমাকে না বোঝায়।
সমুদ্রের বুকে ঢেউ উঠেছিল
থেমেছে শান্ত হাওয়ায়
আমারও অনুভবগুলো বধির হয়েছে
আজ জাগে না কারো ভাষায়।
©somewhere in net ltd.