![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন একজন মানুষ,রাজনীতি ভালোবাসি।কবি নজরুল প্রিয় ব্যক্তিদের একজন।।
প্রানের।সিলেটের।বর্তমান অবস্থাঃ
বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ বিভাগ হল
বৃহত্তর সিলেট।রয়েছে তেল,গ্যাস,নয়নাভিরাম
চা বাগান।রয়েছে সম্ভাবনাময় পর্যটন শিল্প।
রয়েছে পাথরের একক সম্রাজ্য।
রয়েছে দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় গ্রাম এবং হাওর।
বাংলাদেশের সবচেয়ে বেশী হাওর রয়েছে
বৃহত্তর সিলেটে।
বাংলাদেশের আধ্যাত্বিক নগরী সিলেট।
সিলেটের মানুষ নম্র ভদ্র এটা সর্বজন স্বীকৃত।
সিলেটের মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল
তারা প্রবাসী।সিলেটের প্রভাসীরা বাংলাদেশের
রেমিটেন্স বৃদ্ধিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে।
বলা বাহুল্য সিলেটের অর্ধেক বেশী মানুষ বৈদেশিক
মুদ্রার উপর নির্ভরশীল।
প্রভাসীরা আমাদের সিলেটের জাতীয়তাবাদ
সিলেটি শব্দের একটা অংশ।
আমদের রয়েছে নিজস্ব ভাষা।আসলে বাংলা আমাদের
মায়ের ভাষা নয়,আমাদের ভাষার রয়েছে নিজস্ব বর্ণ।
আমাদের ভাষার নাম নাগরী ভাষা।আমাদের সিলেটের
আঞ্চলিক ভাষা টাই হল নাগরী ভাষা,আমাদের মাতৃভাষা।কিন্তু তা আজ
বিলুপ্তির পথে।
আমার কান্না আসে যখন দেখি সিলেটি
জনগন অর্থনৈতিক সমস্যায় ভূগতেছে।এই আওয়ামী
সরকারের দীর্ঘ দশ বছরের শাসনামলে সিলেটি
জনগনের যে ক্ষতি হয়েছে,বাংলাদেশ স্বাধীন হওয়ার
পর থেকে সিলেটি জনগনের এত ক্ষতি হয় নাই।
সিলেটি প্রবাসীদের বেশীর ভাগ মানুষ মিডলইস্ট রয়েছে।
মিডল ইস্ট সিলেটি মানুষের আপার সম্ভাবনাময় একটি
যায়গা।রয়েছে ব্যাপক চাহিদা।কিন্তু দুঃখের কথা হল
আজ দশটি বছর মিডলইস্ট এর ভিসা বন্ধ,এই
আওয়ামী দুশমনদের বৈদেশিক নীতির জন্য।তার ফলে
সিলেটে বেড়েছে বেকার যুবক যা স্মরন কালের
সর্বোচ্চ।মানুষের মধ্যে শুধুই হতাশা।মা কে আমরা ভালো
বেসে আম্মা বলে ডাকি বেশীর ভাগ সিলেটি ছেলে,
কিন্তু সে মা আজ আমাদের বেকারত্বের চিন্তায় অস্থির।
দেশের মানুষ প্রভাস নিয়ে মাথা ঘামায় না কারণ,
মাথা ব্যথা সিলেটিদের অন্যরা ঔষধ খাবে কেন???
তাছাড়া লন্ডনের ভিসা প্রক্রিয়া আজ আমাদের দেশে
নেই,চলে গেছে ভারতে,জারজ হাসিনার বাবার দেশে।
সিলেটি মানুষ ভদ্র,তাই আগামী জাতীয় নির্বাচনে মানুষ
ভদ্র ভাবে তার জবাব দিবে।আওয়ামী দূশমনরা
ভাল করে বুঝতে পারবে।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
কবি এবং হিমু বলেছেন: আমার সিলেট,আমার প্রানের সিলেট।আমার সবকিছুতে মিশে আছে সিলেট।আমি গর্বিত আমি সিলেটি।সিলেট আমার প্রানের অহংকার।এক জায়গাতে সহমত হতে পারলাম না।সিলেটের অনেক যুবক এখন দেশে বেশ ভাল ভাল জায়গায় চাকুরি করতেছে।বিদেশ আসার প্রবনতা এখন কমতেছে।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
সিলেটি আলী বলেছেন: হিমু ভাই আপনার কথা ঠিক,কিন্তু আপনি কি গ্রামের অবস্তা দেখেছেন??জানেন
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
সিলেটি আলী বলেছেন: সপ্নচারী গ্রানমা@
আপনাকে ধন্যবাদ
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
মিউজিক রাসেল বলেছেন: "সিলেটের মানুষ নম্র ভদ্র এটা সর্বজন স্বীকৃত" ধার্মীক এবং সহজ মনের অধীকারী। আমি আমার মায়ের ভাষাকে সম্মান করি আমি সিলেটের ভাষা পড়তে এবং লিখতে জানি, ভালো একটি পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ অনেক অনেক শুভ-কামনা আপনার জন্য
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
সিলেটি আলী বলেছেন: রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আসলে মনের
দুঃখে কথা গুলো বলেছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমদের রয়েছে নিজস্ব ভাষা।আসলে বাংলা আমাদের
মায়ের ভাষা নয়,আমাদের ভাষার রয়েছে নিজস্ব বর্ণ।
আমাদের ভাষার নাম নাগরী ভাষা।আমাদের সিলেটের
আঞ্চলিক ভাষা টাই হল নাগরী ভাষা,আমাদের মাতৃভাষা।কিন্তু তা আজ
বিলুপ্তির পথে।
চা বাগান, মাজার, হাওর, জাফলং, আর সাতকড়ার দেশ !