নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে নতুন বিষয় পড়তে, জানতে, লিখতে । ভালো লাগে ব্লগিং করতে..

সিনথিয়া আফরিন

লিখতে ভালো লাগে...।

সিনথিয়া আফরিন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জাতীয় সংবাদপত্র সমূহের উত্থান । পর্ব-১

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা ছিলো । অনেক রিসোর্স কে একত্র করার ইচ্ছা ছিলো । কিন্তু সুনির্দিষ্ট উপাত্তের অভাবে করা হয়ে ওঠেনি । আপনাদের সহযোগীতা পেলে হয়তো সম্ভব । তাই আশা করি ভুল হলে মন্তব্ করবেন ।

দৈনিক প্রথম আলোঃ বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় একটি জাতীয় দৈনিক যার প্রচার সংখ্যা দৈনিক প্রায় ৫ লাখের ওপরে । ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম প্রকাশিত এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মতিউর রহমান । ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এটি ।
দৈনিক কালের কন্ঠঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি আবেদ খান-এর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় । পত্রিকাটির দৈনিক প্রিন্ট সংস্করণ প্রায় আড়াই লাখের কাছাকাছি । বর্তমানে ইমদাদুল হক মিলন দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন ।
বাংলাদেশ প্রতিদিনঃ বর্তমানে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্রে পরিণত হয়েছে । ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিদিন বর্তমানে প্রচার সংখ্যা সাড়ে পাঁচ লাখের বেশি যা বিশ্ব জুড়ে বাংলা প্রত্রিকা গুলির মধ্যে আনন্দবাজার প্রত্রিকার পর দ্বিতীয় বৃহত্তম সংবাদ পত্র প্রচার সংখ্যার বিচারে ।
আমাদের সময়ঃ ২০০৩ সালে এটি প্রথম প্রকাশিত হয় । প্রতষ্ঠাতা সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান । বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক : মোহাম্মদ গোলাম সারওয়ার ।
দৈনিক যুগান্তরঃ ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয় । যমুনা গ্রুপের মালিকানাধীন । সার্কুলেশন প্রায় ৩ লাখের কাছাকাছি । বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম ।
দৈনিক মানব জমিনঃ বাংলাদেশের একটি অন্যতম দৈনিক ট্যাবলয়েড সংবাদপত্র। এটি দেশের প্রথম ও বৃহত্তম প্রচারিত দৈনিক বাংলা ট্যাবলয়েড । পত্রিকা যেটি ৩.২৭০.০০০ মাসিক ওয়েবসাইট পড়ে থাকেন। ১৭৯ টি দেশ থেকে ৫,৯০,০০ জন দর্শক সারা পৃথিবী ব্যাপি প্রতি মাসে ওয়েব সাইটে যান। যার ফলে এটি বিশ্বব্যাপী সর্বাধিক পড়া বাংলা ভাষার অনলাইন প্রকাশনার একটিতে পরিণত হয়েছে। এটি সনি পিকচার এবং ওয়ার্নার ব্রস এর সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন মতিউর রহমান চৌধুরী। ১৯৯৭ সালে এটি প্রতিষ্টিত হয় ।
যায়যায়দিনঃ সম্পাদক শফিক রেহমান । শুরুতে এটি সাপ্তাহিক যায়যায়দিন হিসেবে প্রকাশিত হয়ে আসছিল। উল্লেখ্য যে এটি প্রথম বার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। আবার ২০০৬ সালে নতুন আঙিকে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশ আরম্ভ হয়। বাংলাদেশের এটিই সবচেয়ে বিলাসবহুল পত্রিকা অফিস।
দৈনিক সমকালঃ এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির প্রকাশক এ.কে. আজাদ।

দৈনিক সংবাদঃ সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান । ব্যবস্থাপনা সম্পাদক - কাশেম হুমায়ুন । সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
দৈনিক সংগ্রামঃ সম্পাদক হলেন আবুল আসাদ, নি সাইমুম সিরিজ এরও লেখক। দৈনিক সংগ্রাম বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। এটা বিনোদন, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, চলচ্চিত্র, ভ্রমণ, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকার এবং অন্যান্য সংবাদও সরবরাহ করে। মালিক বাংলাদেশ পাবলিকেশন লিঃ
দৈনিক মানবকণ্ঠঃ ভারপ্রাপ্ত সম্পাদক : আবু বকর চৌধুরী, অনামিকা পাবলিকেশন্স লিমিটেডের পক্ষে প্রকাশক : জাকারিয়া চৌধুরী কর্তৃক বরুয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত ও অনামিকা পাবলিকেশন্স লিমিটেড, কাওলার, দক্ষিণখান, আশিয়ান সিটি, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত ।
দৈনিক ভোরের কাগজঃ বর্তমানে এর সম্পাদকের দায়িত্ব রয়েছেন শ্যামল দত্ত। প্রতিষ্ঠাকাল ১৯৯২, মালিকমিডিয়াসিন লিমিটেড,প্রকাশক সাবের হোসেন চৌধুরী,সম্পাদকশ্যামল দত্ত , ১,৬১,১৫০ কপি
দৈনিক জনকণ্ঠঃ এটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি। পত্রিকাটি চার রঙে মুদ্রিত। নিয়মিত সংখ্যা ২০ পৃষ্ঠা। দেশের খ্যাতনামা সাংবাদিক মোহাম্মদ আতিউল্লাহ খান মাসুদের সম্পাদনায় এ পত্রিকাটি প্রকাশিত হয় ।


২য় পর্ব এর জন্য অপেক্ষা করুন .....
অনলাইন বাংলা নিউজ পোর্টাল সমূহের তালিকা

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

কাইকর বলেছেন: সুন্দর পোস্ট++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.