নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন রকম বেঁচে আছি....................

যতটুকু আছে সব উজার করে দেব...............

মোঃ সফিকুল ইসলাম

সেদিনের এক বিকেলে, তোমার চোখে জল দেখেছি। সেকথা আমি কত রাত একা একা ভেবেছি, আর জানিনা, কেন এত কষ্ট পেয়েছো তুমি........................

মোঃ সফিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিয়ের এক যুগ পূর্তী...........................

২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৬



এই ছবিটা ২০০০ সালে কক্সবাজারে তোলা।



একটি একটি বৃষ্টি ফোঁটার মত কখন যে ১২ টি বছর কেটে গেল, টেরই পেলাম না। এই ১২ বছরে মিশে ছিল কত হাসি-কান্না, আনন্দ-বেদনা, মান-অভিমান। এরই মাঝেই তো বেঁচে থাকা, একটু সূখ খোঁজা।



আমার বিশ্বাস, আমি সেই সূখ খুঁজে পেয়েছি। মনে হয় এইতো সেদিন আমরা বিয়ে করলাম। আসলে মানুষ সবসময় যদি আনন্দের মধ্যে থাকে, তাহলে সময় যে কোনখান থেকে কখন চলে যায় তা টেরই পাওয়া যায় না।



বিয়ের পরপরই আমরা দুজনে ঘুড়ে বেড়াবার উচ্ছাসে মেতে রইলাম। কারন আমাদের বাবু আসলে তো আর তেমন ঘোরাফেরা করা যাবে না। তাই প্রথম ৩ টি বছর বিভিন্ন যায়গায় ঘুড়ে বেড়ালাম। ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, কুয়াকাটা আরো কতো যায়গায়। কুয়াকাটা তো আমার স্ত্রীকে নিয়ে ৬ বার গিয়েছি।



২০০২ সালে আমাদের প্রথম বাবু আসলো। বাবা হওয়ার কি যে অনুভুতি, তা কেবল মাত্র যে বাবা হয়েছে, সে ই জানে।



বর্তমানে আমি ২ সন্তানের জনক। বড়টি মেয়ে, ক্লাশ থ্রীতে পড়ে। ছোটটা ছেলে, ওর বয়স ২ বছর ৫ মাস। আমাদের কত যে আনন্দ। সারাদিন বাবুদের নিয়ে দুষ্টামি।



আমি খুব সূখেই আছি।



আপনারা আমাদের জন্য দোয়া করবেন।







এই ছবিটা ২০১১ সালে তোলা।









এই ছবিটা ২০১১ সালে তোলা।



মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০১

প্রকৌশলী আতিক বলেছেন: এভাবে সুখে শান্তিতে যুগ যুগ অতিবাহিত হোক এই কামনায়........

২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৬

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৪

পয়গম্বর বলেছেন: এরকরম আরও অনেক অনেক যুগ আপনাদের আনন্দময় কাটুক। আমিন।

২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৭

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৭

শুটকাভাই বলেছেন: সুখ আর অনাবিল আনন্দে ভরে উঠুক বাকী জীবন এই কামনা রইল। এক যুগ পরে পোলাপাইন কয়টা হলো বলবেন কিন্তু!

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ভাই এহন দুইডা আছে। আর লাগবে না।


ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অনেক অনেক দিন এমন সুখে।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: সুখে থাকুম তাইতো ?

৫| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০৯

১১স্টার বলেছেন: শুভ কামনা রইল।সুখে থাকুন যুগ-যুগান্তর।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:১৩

যোগিনী বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ২১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৪১

মোঃ সামিউল বলেছেন: শুভকামনা রইল আপনাদের দুজনের। ২০০০ সালে আপনারা ২জন ছিলেন আজ ২০১১ সাল এসে কি আপনারা ২জনই আছেন?

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: নারে ভাই, দুয়ে দুয়ে চার।

৮| ২১ শে মে, ২০১১ রাত ৮:০৭

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: আপনি বুড়া হইয়া গেছেন =p~ ;) যাই হোক, আপনাদের অনেক অনেক শুভকামনা ♥ ♥

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪০

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: নারে ভাই এহনো বুড়া হইনাই।সবে তো মাত্র ৩৫।

যাই হোক আপনাকে ধন্যবাদ।

৯| ২১ শে মে, ২০১১ রাত ৮:৫৭

সুদীপ্ত কর বলেছেন: শুভকামনা আপনাদের জন্য। ভাল থাকবেন এই কামনা করি। :D :D :D

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪১

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ২১ শে মে, ২০১১ রাত ৯:০১

টুটুল২০০৮ বলেছেন: শুভকামনা রইল। প্রতিটা মূহুর্ত কাটুক ভালবাসায় ।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪২

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পরুক।

১১| ২১ শে মে, ২০১১ রাত ৯:০২

ভাবুক আমি বলেছেন: শুভ কামনা রইল।সুখে থাকুন যুগ-যুগান্তর।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২১ শে মে, ২০১১ রাত ৯:২৩

নতুন বলেছেন: এভাবে সুখে শান্তিতে যুগ যুগ অতিবাহিত হোক এই কামনা করি।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৩| ২১ শে মে, ২০১১ রাত ১০:১৫

জোছনার আলো বলেছেন: শান্তিতে থাকুন, সুখে থাকুন।

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৪

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৪| ২২ শে মে, ২০১১ দুপুর ১:৪৯

সফিক৩২১৪ বলেছেন: শুভ কামনা

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৫

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ২২ শে মে, ২০১১ বিকাল ৫:২১

সুহাসলেলিন বলেছেন: শুভ কামনা।
তবে আপনার স্ত্রীর ছবিটা দেয়া কতটা যুক্তিযুক্ত হইছে জানিনা !!!

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: আপনি যদি নেগেটিভ ভাবেদেখেন তাহলে খারাপ। আর পজেটিভলি দেখলে ভালো।

আপনার মানষিকতা কি সেটাই ভাবার বিষয়।

১৬| ২৩ শে মে, ২০১১ রাত ৯:৪৩

কাদা মাটি জল বলেছেন: এহ, খাইসে, ভাবী তো আপনাকে মেলা সুখে রাখসে, মোটা হইসেন মাশ্‌আল্লাহ্‌ :P

২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: হ ভাই ঠিকই কইছেন।

১৭| ২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫৯

গ্যাম্বলার বলেছেন: ছবি তো একটাও আসে না, ঘটনা কি? আপনাদের জন্য শুভকামনা।

০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৪০

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ভাই আপনার ইন্টারনেট লাইন মনে হয় স্লো।

ধন্যবাদ।

১৮| ২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৫

গ্যাম্বলার বলেছেন: পছন্দের এই গানটা আপনাদের জন্য Click This Link


১৯| ২৯ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

জাফরিন বলেছেন: ছবি দেখতে চাই! প্লিজ!

০৪ ঠা জুলাই, ২০১১ দুপুর ১২:৪২

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: ছবি না আসারতো কোন কারন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.