নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারকা

মোহাম্মদ আনোয়ার

গনতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক,

মোহাম্মদ আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

" আমার এক মাত্র ছেলে, আমার কলিজার টুকরা "

১৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৪





ছেলের নাম রাখলাম



আনোয়ার সাদাত (সাদ)



বয়স = ৫ মাস ২২ দিন



**************************



আনোয়ার = আলোকিত



সাদাত = সৌভাগ্য



সাদ = সুখী



**************************



তাঁর সুস্থ, সুন্দর, সুখী ও সার্থক জীবনের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০০

মিথী_মারজান বলেছেন: অনেক কিউট।
মাশাল্লাহ্
সোনামনিটার জন্য অনেক অনেক আদর আর দোয়া রইল....:)

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৮

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমিন।

২| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৭

হতাশা বলেছেন: মাশাল্লাহ্

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪

মোহাম্মদ আনোয়ার বলেছেন: খুব খুশী হলাম।

৩| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১০

নিমচাঁদ বলেছেন:
আল্লাহ তাকে দীর্ঘজীবি,ভাগ্যবান, সুসাস্থ্যবান ও জ্ঞানী করুন ।
আমিন।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আমিন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১১

শিক কাবাব বলেছেন: আমার বয়স যখন ১২ তখন আমার ১ ভাই হয়। খুব আদর লাগত। তার পর এরকম ছোট ছোট শিশুদের খুবই আদর লাগে।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই আদর লাগাটা আমার থেকে চলে গেছে। মানে এখন আমার নিজেরটা ছাড়া অন্য জনেরটা বিন্দু মাত্র আদর লাগে না। তবে এখন, আরো বেশী আদর লাগে অবহেলিত দরিদ্র পথশিশুগুলিকে। পথশিশুগুলির জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে। তারা ১টা খেলনা কিনতে পারছে না, একটু ভালো খেতে পারছে না - দেখে খুবই দুঃখ লাগে।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭

মোহাম্মদ আনোয়ার বলেছেন: তবে এখন, আরো বেশী আদর লাগে অবহেলিত দরিদ্র পথশিশুগুলিকে। পথশিশুগুলির জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে। তারা ১টা খেলনা কিনতে পারছে না, একটু ভালো খেতে পারছে না - দেখে খুবই দুঃখ লাগে।

//////////////////////////////////////////////////////

অবহেলিত দরিদ্র পথশিশুদের প্রতি আপনার এই ইমোশনকে আমি শ্রদ্ধা করছি।

৫| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৩

মোঃ জুলকার নাঈন বলেছেন: বাহ--- এত চমৎকার হাসি---আসলেই স্বর্গীয়।
আপনি তো মোঙ্গলীয় স্টাইলে নাম রাখলেন--- বাবার নামের শেষটা ছেলের নামের প্রথমে।
শুভকামনা রইল।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৮

মোহাম্মদ আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৫

ইকরাম উল হক বলেছেন: -

তার ছোট্ট ঐ চাঁদ মুখে
চাঁদের ছায়া পরুক সুখে

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫০

মোহাম্মদ আনোয়ার বলেছেন: শক্তি পাক কষ্ট - দুঃখে
চলতে পারুক বুক ফুলিয়ে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:২৭

সবুজ সাথী বলেছেন: আপনার সোনামনিটার জন্য আদর রইল।


যদি সম্ভব হয় নামটা পাল্টিয়ে সাদাত আনোয়ার রাখবেন। পিতার নাম পরে লেখাটাই সাধারণ নিয়মের মধ্যে পড়ে। ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৯

মোহাম্মদ আনোয়ার বলেছেন: পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩০

সবুজ সাথী বলেছেন: আর ডাক নাম সাদ না বলে সাদাত বলতে পারেন। তাতে একটায় নাম হলো, ভবিষ্যতে ঝামেলায় পড়তে হবে না।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৬

মোহাম্মদ আনোয়ার বলেছেন: " আনোয়ার সাদাত" হলো তাঁর "আসল নাম" আর "সাদ" হলো তাঁর "ডাক নাম"। আশা করি "সাদাত" আর "সাদ" নিয়ে ঝামেলা হওয়ার কোন সম্ভাবনাই নাই। তবে আমি "আনোয়ার" শব্দটি নিয়ে ঝামেলার আশকাং করছি। যেমন আমাকে সবাই "আনোয়ার" বলে ডাকে, ছেলে বড় হলে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে তাকে কেউ কেউ "আনোয়ার" বলে ডাকতে পারে !!!!!!!!!!!!!!!!!!!

বাপ ছেলের একই নাম ????????????????????

৯| ১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩

রােশদ সুলতান তপু বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো বাবুটার জন্যে। অনেক অনেক আদর।

১৯ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩

মোহাম্মদ আনোয়ার বলেছেন: আপনাদের সবার কথাই তাঁকে জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.