নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারকা

মোহাম্মদ আনোয়ার

গনতন্ত্র নিপাত যাক, স্বৈরাচার মুক্তি পাক,

মোহাম্মদ আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

" মজার ছড়া "

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১



রাগ-রাগিণী

আবিদ আনোয়ার



চান মিয়াকে গান শেখাবে

পোস্তগোলার ওস্তাদে

প্রথম দিনেই বলেন তিনি

সুরের ডিমে রোজ তা দে !



মুরগী যেমন বাচ্চা ফোটায়

সাধুর মতো ধ্যান ধরে

সুরের কলি তেমনি ফোটে

বুঝবি কী তুই ত্যান্দড়ে ?



এর মানে চাই সাধ্য-সাধন

সত্যিকারের সঙ্গীতে

কাশতে হবে নিয়ম মতো

বসবি সঠিক ভঙ্গিতে।



এখন দেশে শিল্পী কোথায় ?

শুনছি কেবল চ্যাঁচানি--

এরচে' ভালো গাইতে জানে

প্যাঁচা আর প্যাঁচানি !



বলতে গেলে রাগ-রাগিণী

এক ধরনের মন্ত্রই

গাইতে পারিস গলায় তুলে

কিংবা বাজাই যন্ত্রই :



গভীর রাতে তেওড়া তালে

শুদ্ধ স্বরের খাম্বাজে

বাতাস কাঁপে সিম্ফনিতে

বাদক ছাড়াই ড্রাম বাজে !



বাদলা দিনে পাতলা রোদে

গাইতে খাঁটি ভূপালি

হলদে পাতা সবুজ হবে,

লাল হয়ে যায় রূপালি !



গ্রীষ্মকালে দুপুর রোদে

মিশ্ররাগের গিটকিরি

ময়লা পানি শুদ্ধ করে

লাগবে না তোর ফিটকিরি !



শীতের ভোরে ভৈরবী রাগ

গাইলে কাঁথা লাগবে না - -

বেহাগ সুরে ধমকে দিলে

পিচ্চি রাতে জাগবে না।







বিঃদ্রঃ- কবিতাটি একটি দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। কবিকে আমি চিনি না বা জানি না। শুধুমাত্র মানুষকে আনন্দ দেয়ার জন্য এটি আমার ব্লগে প্রকাশ করা হলো। কবির যোগাযোগ নম্বর না জানার কারনে কবির অনুমতি নিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত।







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ভিটামিন সি বলেছেন: আপনিও ভালো মানুষ সাথে সাথে কবিও। ভালা হৈচে রে ....

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

মোহাম্মদ আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

তুরাগ হাসান বলেছেন: বালা অইচে

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৩

মোহাম্মদ আনোয়ার বলেছেন: ধন্য। তবে বাদ দিলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.