![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমরা চুক্তিনামা বা অঙ্গীকারনামা তৈরী করে থাকি। আগে একটি চুক্তিনামা বা অঙ্গীকারনামা তৈরীর জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা মূল্যের নন-জুডিশিয়্যাল স্ট্যাম্পের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকার স্থলে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়্যাল স্ট্যাম্প বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অল্প কথার একটি চুক্তিনামা বা অঙ্গীকারনামাকে তিন পাতায় সাজানো খুবই কষ্টকর এবং দেখতেও ভাল লাগেনা, বিশেষ করে সরকারী প্রতিষ্ঠানগুলোর নিকট দেওয়া বিভিন্ন অঙ্গীকারনামা।
তাই এ সমস্যা থেকে রেহাই পেতে সরকারের উচিত জরুরী ভিত্তিতে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়্যাল স্ট্যাম্প ছাড়া।
এতে কাগজের অপচয়ও অনেকটা রোধ হবে।
বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের নিকট বিশেষ অনুরোধ করছি।
২| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:২৬
নিজাম বলেছেন: ঠিক কথা। সহমত।
৩| ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০
ঢাকাবাসী বলেছেন: এই অদক্ষ সরকার আর তার অধিকতর অদক্ষ গর্দভ আমলারা জানেইনা কি করতে হবে!! অথচ এটা করতে ৩ দিন লাগে!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:৪২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: একদম ঠিক বলেছেন।
গত মাসে একটা ডিড করতে গিয়ে শুনি এই সমস্যার কথা।
পরে প্রথম ২ পৃষ্ঠাকে ভেঙে চারটি পৃষ্ঠা করে সাজাতে হয়েছিল। দেখতেও খারাপ লাগছিল।