![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রি-পোস্ট
বিজ্ঞানের কল্যাণে ও প্রয়োজনের তাগিদে মানুষ প্রতিনিয়ত নানান কিছু আবিস্কার করে চলেছে। দুই চাক্কার হাতে টানা গাড়ী, সাইকেল, মোটর সাইকেল, তিন চাক্কার রিক্সা, অটোরিক্সা, চার চাক্কার বাস, মিনি বাস, ট্যাক্সি ইত্যাদি ইত্যাদি। এক সময় এগুলোর মধ্যে কোন কোনটি পেট্রোল বা ডিজেল চালিত হলেও বায়ু দূষণ রোধে সেগুলোকে সি এন জি’ তে রূপান্তরিত করায় বায়ু দূষণ অনেকটাই রোধ হয়েছে। হালে ব্যাটারী চালিত অটোরিক্সা এমনকি ব্যাটারী চালিত রিক্সাও দেখা যাচ্ছে। এই সমস্ত যানের ব্যাটারী চার্জ করতে প্রচুর পরিমান বিদ্যুত খরচ হচ্ছে। যেখানে বিদ্যুতের অভাবে মানুষ অতিষ্ট, বিদ্যুতের চাহিদা মেটাতে ঘন ঘন বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, এমনকি কুইক রেন্টালের মতো আত্মঘাতি সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেখানে যদি দেশের লক্ষ লক্ষ রিক্সা ও অটোরিক্সা গুলো ব্যাটারীতে চালিত হতে থাকে, তাহলে যে কি ভয়াবহ অবস্থা হবে, সেটি কল্পনাও করা যায়না !!!!!!!!!!!!
একটি বাস্তব অভিজ্ঞতা ঃ ব্যাটারী চালিত অটোরিক্সা ও রিক্সা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি। তো একদিন আমি এবং আমার স্ত্রী রিক্সায় চড়ে বাসায় ফিরছি। রিক্সায় উঠার পর খেয়াল করি রিক্সাটি ব্যাটারী চালিত। আমি আমার স্ত্রীকে বলি, সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা বন্ধ করে দেয়া, নাহলে ভবিষ্যতে জনগন ও সরকারের কপালে খারাপই আছে। হঠাৎ রিক্সাওয়াল বলে উঠলো, সরকার বন্ধ করতে পারবে না। আমি জিজ্ঞাস করলাম, কেন ? তার উত্তর, প্রতি মাসে থানার লোককে টাকা দিতে হয় !!!!!!!!!!!!!। আমি জিজ্ঞাসা করলাম, কত টাকা দিতে হয় ? সে উত্তর দিলো, রিক্সা প্রতি পাঁচশত টাকা। আমি বললাম, সরকার যদি আইন করে ? তার উত্তর, আইন করে লাভ নাই ? টাকায় সব কিছু হয়।
থানার লোক রিক্সা প্রতি পাঁচশত টাকা করে নেয় কি-না আমি জানিনা, তবে আমিও শঙ্কিত এই ভেবে যে, সরকার আইন করলেও কোন লাভ হবে কি-না !!!!!!!!!!!! কারণ আমাদের দেশে যতোই আইন তৈরী হয়, ততোই উৎকোচ বাণিজ্য রমরমা হয়ে উঠে। আইনের প্রয়োগতো দূরের কথা, উৎকোচের বিনিময়ে পরোক্ষভাবে আইন অমান্যকারীকেই আইন অমান্য করতে সহায়তা করা হয়। অন্যায় যেন বৈধতা পায়। তারপরও বলছি, সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব আইন করে এবং আইনের বাস্তব প্রয়োগ করে ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা বন্ধ করে সৌর বিদ্যুৎ চালিত রিক্সা ও অটোরিক্সা প্রযুক্তি ব্যবহারে চালকদেরকে সহায়তা করা, নইলে দেশের মানুষ ও সরকারের কপালে কঠিন দুঃখ আছে।
পাদটীকা - শীতকালেও লোডশেডিং হচ্ছে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
ভিটামিন সি বলেছেন: খাডি কথা কইলাইন ভাই। হাসিনা দাদী গলার রগ ফুলায়া কয় দেশে নাকি বিদ্যুৎ উৎপাদন কইরা লুটা বদনা ভইরা ফালাইছে। যদিও জনগনের পাছায় আইক্কাওয়ালা বাঁশ ভইরা দিয়া কিছু বাড়াইছে সেইটা নিয়মিত আপডেট। বাড়ানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বাড়ে নাই।
তার উপর আবার এইসব রেডিমেট বিদ্যুৎখোর যন্ত্রপাতির আবিস্কার তো আরো বয়াবহ অবস্থা জারি করেছে দেশে।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
বটের ফল বলেছেন: ভালো কথা বলেছেন।