নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Survivor

টিকে থাকার অবিরাম প্রচেষ্টা...............

সারভাইভর

চারপাশের ঘটনা দেখি, বিশ্লেষণের চেষ্টা করি সেটি উচিত কি অনুচিত

সারভাইভর › বিস্তারিত পোস্টঃ

"ইশমার্ট হইতে ইয়াবা খাই"

২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:০২

ঐশী নামে আমার একটা বোন আছে । তার বয়স ১৭ । আফসোস ই হচ্ছে তার জন্য ।আজ সে বলছে , "আমার নাম পরিবর্তন করে ফেলা দরকার" আমি হাসলাম । সেই সাথে মনে মনে শিউরে উঠলাম । আমার বোনের বয়সী একটা মেয়ে কিভাবে তার বাবা মা কে মেরে ফেলল ।



আজকালকার ছেলেমেয়েরা কি একটু তাড়াতাড়িই বড় হয়ে যাচ্ছে ? আমার বোন বলল তার স্কুলের ৭০ ভাগ মেয়ের বয়ফ্রেন্ড আছে । আমি নিজে ঢাকা মহানগরীর স্কুল থেকে পাস করা । English Medium এর ছেলেমেয়ের সাথে উঠাবসা করেছি । সে সময় একটা কি দুটা জুটির কথা শুনতাম । নিজের মনে যে কিছু ভাব আসেনি তা নয় । কিন্তু ডেটিং ! নাউজুবিল্লাহ !



মফস্বল মনে হয় মহানগরীর চেয়ে কিছু ভাল আছে । নগরবাসীদের উপায় কি ? খেলার মাঠ নেই , পার্ক নেই । কনক্রিটের ভিড়ে চিড়ে চেপ্টা হচ্ছে শিশুরা । টিনেজে আসলে হাতে আসছে মোবাইল । 5-6 এর বাচ্চারা আজ পর্ণ দেখছে ! আমাদের করার কি আছে ।



এক বন্ধুকে বলেছিলাম দোস্ত ইয়াবা টিয়াবা খাইয়ে কোন লাভ আছে বল ? সে বলে ঢাকার স্কুলের পোলাপানরা খায় , আর আমরা কলেজে উঠেও Smart হব না ?



অবক্ষয় !



দু লাইন কবিতা লিখতে মন চাচ্ছে

"আমাদের যুগে আমরা যখন খেলেছি ক্রিকেট খেলা ,

তোমরা এখন সে বয়সে Chatting কর মেলা"



বাবা মায়েরা , একটু যত্নবান হোন । মূল্যবোধের শিক্ষা দিন আপনার সন্তান কে । হয়ত আমার মত তারাও পথভ্রষ্ট হবেনা ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৩

খেয়া ঘাট বলেছেন: বাবা মায়েরা , একটু যত্নবান হোন । মূল্যবোধের শিক্ষা দিন আপনার সন্তান কে । হয়ত আমার মত তারাও পথভ্রষ্ট হবেনা ।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আগে কলেজে উঠলে ঠোটের ডগায় সিগারেট নিয়া অনেকে স্মার্ট ভাব দেখাইতো, এখন যুগ পাল্টাইছে, এখন ইয়াবা সেবন করতে হয়। সত্যিই সেলুকাস।

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৬

সাঈদমোহাম্মদভাই বলেছেন: প্রতিটি প্রজন্মের মাঝে ইতিবাচক ও নেতিবাচক দুটি গোষ্ঠী থাকে। যারা নেতিবাচক তাঁরা কোন কালেই জীবনের সুন্দর মুহুর্তগুলো উপভোগ করতে পারেনা। আমাদের সময়ও এমন ইশমার্টীদের সংখ্যা কম ছিলনা। কিন্তু ওঁরা কালের আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়েছে।

কোন কালেই কোন সমাজে সেই সকল ইশমার্টদের অবস্থান সুখকর নয়। আপনরা নতুন প্রজন্ম যখন ইতিবাচক সমাজ নিয়ে ভাবেন তখন গর্বে আমাদের বুক ভরে যায়। মনে হয়, সোনালী দিন কখনই অন্ধকারে বিলীন হয়ে যেতে পারেনা।

আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬

নাওেয়দ বলেছেন: ৭০ ভাগ মেয়ের বয়ফ্রেন্ড থাকার পেছনে রহস্য...

৫| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

রিয়াজ৩৬ বলেছেন: ঐশী আমার আদরের মেয়ে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.