![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
শহরের কোলাহলে ব্যস্ত
মানুষের আনাগোনা;
বন্দিত্বের মাঝে স্বল্প,
স্বাধীন সত্ত্বার জাল বোনা।
শান্ত মুখোশের আড়ালে
চঞ্চল স্ত্ত্বার বাস,
আমার আমিকে হারিয়ে খুঁজি
চাঞ্চল্যের নির্যাশ!
মু্ক্ত জীবনের স্বাদ ভুলে
আমি কপট শহরেতে বন্দি;
চার দেয়াল আর ইট-বালুর সাথে,
এখন আমার সন্ধি।
মুক্ত ছোটার দিনপঞ্জিকা
পরে থাকে অনাদরে,
দিন কাটে শুধু ব্যাস্ততার
সৈাখিন কারাগারে।
প্রতিযোগিতার ব্যস্ততায়
বন্দিত্বের দীর্ঘশ্বাস,
শহুরে কপট জীবনের মাঝে,
খুঁজি মুক্ত জীবনের আশ্বাস।
উদাস হওয়াও ভুলে গেছি আজকাল,
কবিমন তালাবদ্ধ,
শহরের কোলাহলে লেখা হয় না
আর নতুন কোন পদ্য।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
একজন আরমান বলেছেন:
সুন্দর।