![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
হৃদয়াবেগকে উৎসরিত করে,
বাড়িয়ে দেয় হৃদ্ স্পন্দন।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
কারওজন্য প্রতীক্ষার ক্ষণগুলোকে
উপভোগ্য করে তোলে।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
রয়েছে কারও হাতের আলতো স্পর্শে।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
কারও স্মিত হাসিতে, হৃদয়ে
প্রশান্তের ফোয়ারা ছোটায়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
কারও সঙ্গ লাভে,
নিজ অস্তিত্বের পূর্ণতা দান করে।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
কারও উপস্থিতিতে
নিজেকে অপ্রস্তুত আবিষ্কার করে।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
হাড়কাঁপানো শীতের মাঝেও
উষ্ণতার পরশ বুলায়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
নিজেকে পরিপাটি করে রাখতে
তাগাদা দেয়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
গুছিয়ে রাখা কথাগুলোকে
নিমেশে এলোমেলো করে দেয়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
চোখে রঙীন চশমা পড়িয়ে
নতুন করে পৃথিবীকে আবিষ্কার করতে শেখায়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
নিঝুম রাতেও চোখের পাতাকে
বিশ্রাম দেয় না।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
পড়ার টেবিলে
মনকে উদাস করে তোলে।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
মেঘলা দিনকে নতুনভাবে
অনুভব করতে শেখায়।
আমি এখনো দেখা পাইনি সেই অনুভূতির,
যে অনুভূতি
ভাবলেশহীন হৃদয়েও আনে
কাব্যরসের প্লাবন।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
তাহমিদুর রহমান বলেছেন:
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯
তাহমিদুর রহমান বলেছেন: ??
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: