![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
আমাদের ঢাকার চেহারা আমূল বদলে গেছে। রাস্তা ঘাট ফাঁকা কিন্তু ফাঁকা ঢাকায় আপনার দৃষ্টি আটকে যাবে এ সরকারের গালভরা উন্নয়নের জোয়ারের বিলবোর্ডগুলোতে। দেখে আপনাদের ভুল হতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠান! তাদের উন্নয়নের এমনই দশা যে বিজ্ঞাপনের ন্যায় তা প্রচার করতে হয়।দল যদি ভাল কাজ করে থাকে, দল যদি যথেষ্ট উন্নয়ন ঘটাতে পারে, দল যদি দেশের মানুষকে একটি উত্তম সরকার দিতে পারে, দল যদি দেশের মানুষকে মৌলিক চাহিদার নিশ্চয়তা দিতে পারে, তাহলে আর দলকে বিজ্ঞাপন করে জনপ্রিয় হতে হবে না। জনগণ নিজেই সেই দলকে পরবর্তী নির্বাচনেও বেছে নেবে। নিজেদের যৎসামান্য সাফল্য (সাফল্য কম নয় তবে একের পর এক ইস্যুতে তা ম্লান) বিলবোর্ডে ফেরী করে দলের বর্তমান দৈন্য দশাকেই দেখিয়ে দিলেন। দেশের মানুষ বিলবোর্ড দেখে বোট দেয় না, দেয় তাদের একান্ত নিজস্ব মানদণ্ডে বিচার করে। আপনারা যদি মনে করেন দেশের মানুষ, নতুন প্রজন্ম, মেহনতি ম্রমিক,শেয়ার বাজারে নিঃস্ব মানুষেরা, রানা প্লাজায় সমাধি রচনাকারী কর্মীদের স্বজনেরা বিলবোর্ডে উন্নয়নের ফুলঝুরি দেখে সব ভুলে আপনাদেরকেই বেছে নেবে, তবে অপনাদের মস্তিষ্ককে শিশুর মস্তিষ্কের সাথে তুলনা করলেও বেশী হয়ে যাবে।
এখনো কিছু সময় রয়েছে নিজেদের শুদ্ধ করে কিছু করে যান দেশের মানুষের জন্য তাহলে সামনের নির্বাচনে না হলেও পরের নির্বাচনে জয়ী হতে পারবেন। তবে হ্যা, আপনারা আবার নাম পরিবর্তনের হিড়িক জুড়ে দিয়েন না। অপনারা তো ওই একটা কাজই ভাল পারেন।আর…….না থাক নাম পরিবর্তনের বিষয়ে আরেক দিন বলব।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
তাহমিদুর রহমান বলেছেন: তারা সেটাই মনে করে
২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১
বিচছু বলেছেন: আমি মনে করি আম্লিগ ভালা কাজ করসে ঢাকার বিলবোর্ড গুলা আগে তাকান যাইতোনা অশ্লিলতার জন্য এখন তাও তাকান যায়
পোলাপান কনডমের আ্যড দেখতে পারত এই বিলবোর্ডে :#> :!> অশ্লিল বিলবোর্ড নিয়ে অনেক লেখা লেখি হইসে ব্লগে এখন আবার চুনকালি শুরু হইসে
বিনুদুনর কত বিনুদন
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩
তাহমিদুর রহমান বলেছেন: বিনুদন নিতে থাকেন.......।এই সরকার বিনুদন কম দেয় নাই।
৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৩
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: @বিচছু : অশ্লীলতা ভাল না এইটা বুঝেন, আর দখল করাটা বে-আইনী এইটা বুঝেন না?
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২০
তাহমিদুর রহমান বলেছেন: সহমত...
৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭
নয়ামুখ বলেছেন: যারা রাতের আধারে রাজধানীর সব কটা বিলবোর্ড দখল করতে পারে তাদের হাতে দেশের সাধারণ মানুষ কতটা নিরাপদ তা বুঝতে ডক্টরেট ডিগ্রী অর্জন করতে হয়না .
এতদিন আওয়ামীলীগকে মানুষ বলত 'কম্বল চোর', এবার থেকে মানুষ বলতে শুরু করবে 'বিলবোর্ড চোর'
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৮
তাহমিদুর রহমান বলেছেন: তাদের লুল মন্ত্রীরা চোর দ্যা গ্রেট.....
৫| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
বিচছু বলেছেন: কামাল উদ্দিন ফারুকী জুয়েল :@ আম্লিগ বিলবোর্ড চুরি করসে এটা নতুন চুরি পুরান চুরি গুলারতো খবরই নাই এটাতে ক্ষতি হইসে বিগগাপন প্রচারে বানিজ্যিক কম্পানি
বেআইনি কাজ সব যায়গায়ই হইতাসে আম্লিগ বিনপি অনেক বেআইনি কাজ করসে ঐগুলার আগে হিসাব করেন
বিলবোর্ড গুলার কাহিনি বানিজ্যিক কম্পানি বুজবো
০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩
তাহমিদুর রহমান বলেছেন: বেআইনি কাজ কারা বেশী করে তা রনির কাহিনী দেখলেই বুঝা যায়
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি মনে করেন দেশের মানুষ, নতুন প্রজন্ম, মেহনতি ম্রমিক,শেয়ার বাজারে নিঃস্ব মানুষেরা, রানা প্লাজায় সমাধি রচনাকারী কর্মীদের স্বজনেরা বিলবোর্ডে উন্নয়নের ফুলঝুরি দেখে সব ভুলে আপনাদেরকেই বেছে নেবে, তবে অপনাদের মস্তিষ্ককে শিশুর মস্তিষ্কের সাথে তুলনা করলেও বেশী হয়ে যাবে। -- সহমত
+++