নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

তাহমিদুর রহমান

কিঞ্চিত কাব্য রচনা করি

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিনুদন খাত ও কিছু অসামান্য লুল বচন

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫

আমাদের বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে সাফল্যের কতটুকু দেখা পেয়েছে সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ রয়েছে। তবে বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য এসেছে বিনুদন খাতে। মাননীয প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ স্মরণকালের সবচেয়ে লুল মন্ত্রী পরিষদ। কিছুদিন পর পর অসামন্য প্রতিভাধর বচন প্রকাশ করে আমাদের হাস্যরসে চুবিয়েছে সরকারের আমলে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে ,একটু বিনোদনের দেখা পেতে টিভির খবরে মন্ত্রীদের কমেডি বচন শুনতে বসে যাই….



এখন আমি আমার স্মৃতি থেকে কতিপয় লুল বচন উদ্ধৃত করছি-



প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনঃ (ঈদের সময় বলেছিল) আপনারা ঘরে তালা মেরে যাবেন।[কে কে তালা না মেরে ঈদ করতে যান ,হাত তোলেন]



প্রাক্তন রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তঃ রেলের কালো বিড়াল ধরব।…….অতঃপর তার বাসায় কালো টাকা নিতে গিয়ে ধরা খেয়ে নিজেই রেলের কালো বিড়াল বলে বি(কু)খ্যাত।



অর্থমন্ত্রী আবুল মাল মুহিতঃ ৪০০০ কোটি টাকা কোন বড় ব্যাপার না।

১০০০+ মানুষের মৃত্যু কোন ব্যাপার না। [তার কাছে সবই মামুলি বিষয়]



প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ বেডরুম পাহারা দেয়ার দায়িত্ব আমার না।

*আবুল হোসেন বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যাক্তি।



যোগাযোগ মন্ত্রী আবদুল কাদেরঃ সুন্দরী মডেলদের বিলবোর্ডের কারনে চালকদের মনোযোগে বিঘ্ন ঘটে।



এবং দ্যা মোস্ট লুল অফ দেম…….. মখা! মখা আলমগীর!

যিনি “নাড়া-চাড়া তত্ত্ব” দিয়ে বাংলার বুকে নিজেকে অমর করে রেখেছেন।



স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগীরঃ রানা প্লাজা ধ্বসে হরতালকারীদের পিলার ধরে “নাড়া-চাড়া” করা অন্যতম কারণ।[বঙালি সব কি হাল্ক হইয়া গেল!]

আসুন আমরা তাদের মস্তিষ্কের দীর্ঘায়ু কামনা করি.....।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫

তাহমিদুর রহমান বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.