![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
নব প্রহরের ডাক দে সবে
-তাহমিদ উল্লাস
দেশটা নিয়ে হচ্ছে খেলা,
নোংরা নীতির জয়োৎসব!
রাজনীতিরই কারেন্ট জালে,
আমজনতা বন্দি সব।
এদল-ওদল মারামারি,
মসনদেরই কাড়াকাড়ি,
হচ্ছি বলী আমরা তারই,
পুড়ছে মানুষ,পুড়ছে গাড়ি!
তবুও মোরা বলছি দেখ,"ওরাই সব!ওরাই সব!"
এদল না হয় ওদল বলে,"তুলছি রব!তুলছি রব!"
সবদলেরই রাজারা দেখো
চায়ের কাপে দিচ্ছে চুমুক;
রক্তমাখা মানুষ দেখে
বলছে ওরা, "মরছে!মরুক!"
সন্ত্রাসেরই বসছে মেলা,
ছুড়ছে গুলি পুলিশগুলা,
মরছে পুড়ে মানুষগুলা,
ঘরের দোরে দেই যে তালা,
রাজপথেতে নামতে তবু,"কাঁপছে বুক!কাঁপছে বুক!"
তাদের দিকে তুলতে আঙুল,"ভয়েই চুপ!ভয়েই চুপ!"
রাতের বেলা নির্ভাবনায়
নেতারা ঠিক দিচ্ছে ঘুম;
আমজনতা ভুগছে ত্রাসে,
এই বুঝি ফের্ শুনল বুম্!
আর কত কাল দেখব মোরা?
রাজনীতিরই নষ্ট ক্রীড়া,
জ্যান্ত মানুষ হচ্ছে পোড়া,
রাজপথেতে রক্ত ঝরা!
তাদের মোরা হটিয়ে ছাড়ব,"আম জনগণ!আম জনগণ!"
সংস্কারের পথটা যতই, "হোক দুর্গম!হোক দুর্গম!"
দেশটাতো নয় তাদের শুধু,
সবাই ঠিকই তুলবে শোর,
গণজোয়ার আসবে ঠিকই,
আসবে ঠিকই নতুন ভোর।
নবীন-তরুণ ঐক্য হবে,
সুশীল-প্রবীণ পথ দেখাবে;
সবাই মিলে এগিয়ে যাবে,
দেশটাকে ফের্ পথে ফেরাবে।
ঘুম ভেঙে তবে আমজনতা,"তোলরে শোর! তোলরে শোর!"
হাতে হাত রেখে আনব ছিনিয়ে,"নব প্রহর!নব প্রহর!"
26.11.13
©somewhere in net ltd.