নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

তাহমিদুর রহমান

কিঞ্চিত কাব্য রচনা করি

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চল রক্ত মাখি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

“ রক্ত মাখবি গায়ে?
নাকি একটু ঝলসে নিবি?
পুলিশি তাণ্ডবে চল করি নৃত্য !
আতঙ্কিত চোখে চাস্ নে,
এখন তো পোড়া-রক্তেই নেশা ।

নেশা করবি নেশা?
ধ্বংস করার নেশা ।
ওরা আমাদের দোহাই দিয়ে তাণ্ডব করে ।
চল্ আমরাও করি ।
ধ্বংসনেশায় মাতি, তাণ্ডব ছড়িয়ে যাক ।

ক্রন্দনগুলো তুলে রাখ্,
চোখের জল শুকিয়ে শক্তি হোক ।
নিঃসহায় ক্রোধ পুষে রাখ,
প্রতিনিয়ত ভারী অসহ্য শোক ।

তোর গায়ে এখনো রক্তের ছিটে লাগেনি?
লোম-মাংস পোড়া গন্ধ লাগেনি নাকে?
তাণ্ডব তোকে এখনো পাশ কাটিয়ে গেছে?
কুলুপ এঁটে লুকিয়ে পড় ।
চোখে হাত দে, দেখিস না এসব ।
আতঙ্ক পুষে রেখে হয়ে থাক নীরব ।
হঠাৎ দেখবি তোর ঘরেতেও আগুন,
জল ছিটাতে রইবে না কেউ,
তোর মতই লুকিয়ে সব।”

[তাহমিদ উল্লাস,০৫.০২.১৪]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

নিলু বলেছেন: নীরব থাকা ভালো দিক নয় , লিখে যান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

তাহমিদুর রহমান বলেছেন: সেই কাজটাই করার চেষ্টায় লিপ্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.