নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ লেখা বিষয়টায় আমি নিয়মিত নই । ব্লগারদের নিয়ে ঝামেলা হয় । আমি ঝামেলা থেকে দূরে থাকা মানুষ । তাই বলে সঠিক কথা বলতে পিছপা হই না অবশ্য হতে চাইও না ।

তাহমিদুর রহমান

কিঞ্চিত কাব্য রচনা করি

তাহমিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

হটনেস নিয়ে কিছু কথা....

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭

নতুন ট্রেডিশন শুরু হইছে... ভিডিও ট্রেডিশন । নাইলা থেকে নান্টু সবাই এখন ভিডিও ক্লিপিং বানাচ্ছে...
যাই হোক, পহেলা বৈশাখের ঘটনা নিয়ে অশ্লীল কথায় ভরপুর চটকদার ভিডিও বানিয়ে ফাকতালে সস্তা খ্যাতি নিয়ে অনেকেই ব্যতি-ব্যস্ত ।
যে যেইভাবে পারতেছে অশ্লীল গালি কথার ফুলঝুরি ফুটিয়ে চলেছে...
দোষ কার না কার সে বিষয়ে তর্কে আমি যাব না । সহজ কথা পহেলা বৈশাখের ওই জঘণ্যতম কাজের জন্য দোষ-দায় সম্পূর্ণই ঐ জানোয়ারগুলারই ।
নগ্নভাবে কোন মেয়ে ঘুরলেও আপনি তার গায়ে হাত দেবার পেটেন্ট পেয়ে যান না । যাই হোক আমি আসলে এসব বিষয়ে কথা বলার আগ্র পাচ্ছি না ।
আমি আসলে কিঞ্চিত “HOTNESS” নিয়ে কথা বলতে চাই । আসলে এ একটা শব্দের প্রয়োগ দিয়েই বুঝা যায় আমাদের সমাজের মানুষদের মানসিকতার অবঃক্ষয়তা ।
১. আজকাল কোন মেয়ের ছবিতে মেয়েরাই কমেন্ট করে “লুকিং হট...” আবার যাকে বলা হচ্ছে সে এতে গর্বে গর্বিত হয়ে যায় ! সুন্দর এবং হটের মধ্যে পার্থক্য রয়েছে । আপনার যদি দেহের আকৃতি পরিপূর্ণভাবে বুঝিয়ে হটনেস দেখাতে খুব ইচ্ছে করে তবে এদেশ ছেড়ে বিদেশে যান । ওসব দেশে হটনেস দেখিয়ে ঘুরলে আপনি যার তার সাথেই যা তা করতে পারবেন ।
২. ওহ্ ছেলেরা তোমরা তো আজকাল আর মেয়েদের সৌন্দর্য দেখ না । দেখ তাদের হটনেস । বিষয়টা সত্য কিন্তু হটনেস দেখে কন্ট্রোলে না থাকতে পারলে বৈদেশে পারি জমাও । ওসব দেশে হটনেসে হট হয়ে যা তা করাতে কিছু আসে যায় না ।

চোখের কাজলে , ঈষৎ হাসিতে , দেশীয় ফেলেক্সিবল পোষাকে হালকা মেকাপে, খোল চুলে নারী তোমার সৌন্দর্য।
আটষাঁট পোষাকে দেহ প্রদর্শনে সৌন্দর্য নিহিত নেই ।জিন্স-গেঞ্জি পরলে তোমায় খুব সুনন্দর হট লাগে? মনে রেখ সেগুলোতে কেবলই কামনার উদগীরণ প্রদর্শিত হয় ।
আপনাকে সবাই হট বললে যদি আপনি গর্বিত হন তবে তা আপনার নারীত্বের অপমান ।

আর ছেলেরা দয়া করে কন্যাদের হটনেস না খুঁজে সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করুন । চোখগুলোতে রেকটিফায়ার লাগান । নারীদের মাঝে কেবলই কামনার উপাদান খুঁজে পেলে তা কবেলই আপনার পুরুষত্বের লজ্জা ।

অতঃপর আসল কথা হচ্ছে অযথা কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে উভয়েই নিজেকে শোধরানোর চেষ্টা করুন ।

[বিঃদ্রঃ হটনেস বিষয়ে আমার দ্বিমতের কারণে যদি আমাকে বআকডেটেড-খ্যাত-আনস্মার্ট ট্যাগ দেয়া হয়, তাহলে থাক্ ভাই আমার স্মার্ট হবার কোন অভিপ্রায় নাই । আমি আমার আনস্মার্টনেস নিয়েই ভাল আছি । যাই হোক আমি নিজেও সাধু নই আর পাঁচ-দশটা মধ্যমমানের ছেলের মতই!]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.