![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিঞ্চিত কাব্য রচনা করি
“ধূর্জটি তোর মিথ্যের মহাজালে,
ফুঁসে ওঠা ঘৃণার বিতৃষ্ণ বহমানতা ।
অযাচিত মেকী ছলনার কুহেলিতে,
প্রচণ্ড ক্ষোভের সংকর অনুভবতা!
আমি তোর নাট্যকলার গিনিপিগ নই,
তোর সন্ধ্যে রাতের হাস্যকলার বস্তু নই ।
আমি তোর শতজনমের আক্ষেপ বিষে নীল,
তুই অতৃপ্তির আজন্ম দুঃস্বপ্নে কালচে বর্ণিল!”
প্রাঞ্জল যত ছলনার বসন তোর গায়েতেই সাজে,
আগ্রাসী মেকী অনুভব মাখা মিথ্যের অনুরাগে !
লকলকে জিভ অগ্নিশিখায় প্রয়াণেতে অনুভব,
তোর জন্যে সাজানো উঠোনে শাবল চালানো রব!
আলোচ্ছটায় এখন আমার আঁধার পেরোনো সত্ত্বা,
একদলা ঘৃণা আর জিঘাংসাতেই দ্বৈত-সত্ত্বা হত্যা!”
[তাহমিদ উল্লাস, ০৫.০৭.১৫ইং]
©somewhere in net ltd.