নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট ব্যাংকিং এর জন্য কোন ব্যাংকে একটাউন্ট উপেন করা যায়।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮

বাংলাদেশে বর্তমানে কোন ব্যাংক এর সার্ভিস সবচেয়ে ভাল,

ইন্টারনেট ব্যাংকিং সুভিধা কোন ব্যাংক বেষ্ট।





অনুগ্রহ করে কেও জানালে অনেক উপকৃত হতাম

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

বাকি বিল্লাহ বলেছেন: ব্রাক ব্যাংক

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সুভিধা আছে বল্লে ভাল হত

২| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৮

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: SCB - Standard Chartered Bank

Facilities :
1) Fund Transfer (Account to Account and Domestic Also)
2) Own bank credit card bill payment
3) Internet Bill Payment (Qubee/Banglalion)
4) Statement & Cheque Book Request
5) Transaction History

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ,
মোবাইলে টপ আপ, অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার এই ধরনের কোন সুবিদা আছে কি।

৩| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬

েশফােয়ত আহােমদ বলেছেন: পুরপুরি দেশি ব্যাংক এন সি সি ব্যাংক

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সুবিদা আছে একটু বলা যায় কি

৪| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪

সেমিবস বলেছেন: প্রাইম ব্যাংক.................

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সুবিদা দেই একটু শোয়র করলে অনেক ভাল লাগত

৫| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

নষ্ট ছেলে বলেছেন: কোনটা ভাল কইতারি না। আমি নিজে ব্রাক ইউজ করি।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সুবিদা পাচ্ছেন একটু শেয়ার করলে অনেক ভাল লাগত -

১) যে কোন ইউটিলিটি বিল দেয়া যাবে।
২) যে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে।
৩) যে কোন মোবাইলে টপআপ করা যাবে।

এই রকম কোন সুবিধা দেই কি?

৬| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৭

বাধা মানিনা বলেছেন: কিন্তু আমার দরকার এমন একটি ইন্টারনেট ব্যাংকিং যেখান থেকে আমি আমার একাউন্ট থেকে অন্য যে কোন ব্যাংক এর যে কোন গ্রাহকের একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমিও এমন কিছু একটা চাচ্ছি,
১) যে কোন ইউটিলিটি বিল দেয়া যাবে।
২) যে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে।
৩) যে কোন মোবাইলে টপআপ করা যাবে।
ইত্যাদি

৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯

নষ্ট ছেলে বলেছেন: বাধা মানিনা বলেছেন: কিন্তু আমার দরকার এমন একটি ইন্টারনেট ব্যাংকিং যেখান থেকে আমি আমার একাউন্ট থেকে অন্য যে কোন ব্যাংক এর যে কোন গ্রাহকের একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে

এক ব্যাংক অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার নিয়ম মনে হয় বাংলাদেশের কোন ব্যাংকে নাই।
তবে একই ব্যাংকের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে সেটারও লিমিটেশন আছে। যেমন ব্রাক ব্যাংকের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে প্রতি দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন ।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: টাকা ট্রান্সফার করার সার্ভিস চার্জ কত?
মোবাইলে টপ আপ করা যায় কি?


আমি যতটুকু জানি ইসলামি ব্যাংক থেকে দৈনিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করা যায় ইসলামি ব্যাংক এর যে কোন শাখার একাউন্ট এ।
যে কোন মোবাইলে টপআপ করা যায়।

আমি ইসলামি ব্যাংক এর সাথে সম্পৃক্ত হতে চাচ্ছিনা তাই অন্য ব্যাংকে একাউন্ট উপেন করতে চাচ্ছি।

৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

চাঁন ভাই বলেছেন: ওয়ান ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং করা যায় তবে BEFTN এর মাধ্যমে through Internet এ Bank to Bank transaction এর কাজ চলিতেছে।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

জাহাঁপনা। বলেছেন: GRAMEEN best shunsi

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সার্ভিস দেই বিস্তারিত জানালে অনেক খুশি হতাম

১০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

জাহাঁপনা। বলেছেন: GRAMEEN bank

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি কি সার্ভিস দেই বিস্তারিত জানালে অনেক খুশি হতাম

১১| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মনোজ কুমার বলেছেন: যে কোনো ব্যাংক থেকে অন্য ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে BFTN use করতে পারেন।কিন্তু আমার জানা মতে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে এটা কারা যায় না।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

১২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

রাতুল রেজা বলেছেন: ব্র্যাক ব্যাংক, আমি ব্যাবহার করি।

ইন্টারনেটে কেনাকাটা করতে পারবেন
নেটের বিল দিতে পারবেন (কিউবি,বাংলা)
ট্রেনের টিকেট কাটতে পারবেন
মোবাইলে রিচার্জ করতে পারবেন
অন্য ব্রাক ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন
ফ্রি একাউন্ট স্টেটমেন্ট পাবেন
মাস্টারকার্ড দিয়ে মাস্টার কার্ড গ্রহন করে এমন সব যায়গায় পেমেন্ট করতে পারবেন।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ,
সার্ভিস চার্জ কত একটু জানাবেন কি?

১৩| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

উৎসবের পরে বলেছেন: স্ট্যান্ডার্ড চার্টার্ড এর কথা জানি।এক ব্যাংক থেকে অন্য ব্যাংক এও টাকা ট্রান্সফার করা যায়।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ

১৪| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২০

দি সুফি বলেছেন: যে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে। -- এই অপশনটা বাংলাদেশের কোন ব্যাঙ্কের ইন্টারনেট সেবায় নেই। কারন বাংলাদেশ ব্যাঙ্ক অনুমোদন দেয় নি।
আর ব্র‌্যাক ব্যাঙ্কে অনলাইন অ্যাকাউন্ট খুললে সাবধান, ওদের সেকুরিটি তেমন ভাল না। বেশ কয়েকবারই বিডিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার খবর শুনেছি!

সেকুরিটির দিক দিয়ে, আমার ব্যাবহার করা ব্যাঙ্কের ভিতর, ডাচ বাংলা এবং ইসলামি ব্যাঙ্কের অবস্থা ভালো।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমি ইসলামি এবং ডাচ বাংলা দুইটাই ব্যাবহার করতাম কিন্তু ইসলামি বন্ধ করে দিয়েছি আর ডাচত ইন্টারনেট ব্যাংকিং এ কিছু দেই নাই।

ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য

১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৯

তারছেড়া লিমন বলেছেন: আপনার জন্য প্রাইম ব্যাংক বেষ্ট ।

যে কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে।(এক থেকে ২ দিন সময় লাগবে)
যে কোন মোবাইলে টপআপ করা যাবে।
আর ও নতুন কিছু যোগ হচ্ছে সম্ভবত।

আর আমি নিজে এই ব্যাংক এর একজন গ্রাহক।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনি কি নিজে প্রাইম থেকে অন্য ব্যাংক এ টাকা ট্রান্সফার করেছেন, একটু জানাবেন প্লিজ

১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

তারছেড়া লিমন বলেছেন: এদের অনলাইন সেকুরিটি নিঃসন্দেহে ভাল।

ব্যালেন্স ট্রান্সফার এর ক্ষেত্রে সর্বনিন্ম ১০ টাকা থেকে ৩০০০০০ টাকা পর্যন্ত প্রতিদিন আর মোবাইল টপআপ এর ক্ষেত্র ১০টাকা থেকে ২৫০০০টাকা পর্যন্ত ১০বার যেইটা আগে হয়।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

দি সুফি বলেছেন: @লিমন ভাইঃ অনলাইনে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের পারমিশন বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে? নরমাল অ্যাকাউন্ট দিয়েই হয়? নাকি এর জন্য কোন আবেদন করা লাগে?

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আমিও জানার আগ্রহী

১৮| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

তারছেড়া লিমন বলেছেন: ভাই আমার টা সেভিংস অ্যাকাউন্ট । আর অনুমোদন না দিলে এরা কিভাবে এই অফার গুলো গ্রাহকদের দিলো বলেন।আমার ব্রাক ব্যাংক এ অ্যাকাউন্ট আছে তবে আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে প্রাইম ব্যাংক এর অনলাইন সেবা।আর এরা মাষ্টার কার্ড ইস্যু করে । আর এদের কার্ড ডাচবাংলা ব্যাংক এর বুথ ফ্রী সাপোর্ট দেয় কোন ব্যালেন্স কাটেনা।@দি সুফি ভাই।

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ধন্যবাদ ভাই,
আপনি যদি আপনার ব্যাক্তিগত অবিগতা শেয়ার করতেন অনেক ভাল হত

১৯| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫০

দি সুফি বলেছেন: @লিমন ভাইঃ ধন্যবাদ তথ্যের জন্য।

২০| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

তারছেড়া লিমন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুফি ভাই।

২১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

তারছেড়া লিমন বলেছেন: ভাই এইগুলো আমার নিজের অভিব্যক্তি....... নিজে সব করতে পেরেছি বলে বলতে পারলাম.....

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৫২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, তাখলে প্রাইম ব্যাংক এবং ব্রাক ব্যাংক এই দুইটাতে একাউন্ট ওপেন করব।


সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.