নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ হীন পৃথিবী

দুঃখ হীন পৃথিবী

একশত সিপাহী ঢাল-তলোয়ার লইয়া যে ক্ষমতা না রাখে, অনুতাপের হাত তাহার চেয়ে অধিক ক্ষমতা রাখে।

দুঃখ হীন পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

গাড়ি সম্পর্কে একটু জানতে চাই অভিজ্ঞরা একটু সাহায্য করুন

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

নতুন একটা গাড়ি কিনার ব্যাপারে আপনাদের সাথে একটা পরামর্শের জন্য আসলাম, আমার জানা মতে এই ব্লগে অনেকে আছেন যারা গাড়ি সম্পর্কে অনেক অবিজ্ঞ।



আমি একটা হোন্ডা সিভিক কার সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি-



কেমন দাম?

সার্ভিস কেমন?

কি কি বিষয় গুলি আলাপ আলোচনা করে কিনতে হবে?



আরো কিছু বিষয় আছে যা আমি জানিনা, অনুগ্রহ করে একটু জানালে অনেক খুশি হব। গাড়ি কিন্তু আমার জন্য না, অন্য কারো জন্য।



ধন্যবাদ আপনাদের সবাইকে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

রাজীব বলেছেন: ভালো একটি গাড়ি। আমি চালিয়েছিলাম। ভালো লেগেছে।

আমাদের দেশে দাম কত হবে বলতে পারছি ন।
তবে পার্টস এর সহজলভ্যতার দিক দিয়ে বিবেচনা করলে টয়োটা কেনা উচিৎ। কারন আমাদের দেশে টয়োটার পার্টস বেশী পাওয়া যায়।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ, আবার ফ্রেন্ড নাকি সিভিক ছাড়া অন্য গাড়ি কিনবেনা তাই এইটার সম্পর্কে একটু জেনে কাকা বাবুকে জানানু

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

বাগসবানি বলেছেন: যদি নতুন গাড়ি কিনেন, তাহলে তো কথাই নেই । আর পুরানো কিনলে মাইলেজ কত, কতদিনের পুরানো, লগবুক চেক করা, এবং কোথায় কোথায় কি কি সার্ভিসিং হইছে আগে এগুলো দেখা জরুরী ।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩২

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

সাদা রং- বলেছেন: আগে বলেন গাড়ি কেন কিনবেন? পাবলিক গাড়িতে চলাচল করতে কি অসুবিধা বেশী হয়? ভাই এই প্রাইভেট কারের জ্বালায় রাস্তায় চলাচল করা যায় না। এই ছোট ছোট গাড়িগুলো কি পরিমাণ যানজট সৃষ্টি করে তা রাস্তায় বের হল বুঝা যায়। আমার পরামর্শ হলো গাড়ি না কিনে অন্যভাবে যাতায়াত করেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ভাই কখনো ফ্যামিলী নিয়া চলা ফেরা করার জন্য ব্যাক্তিগত গাড়ির খুব প্রয়োজন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

ক্লিকবাজ বলেছেন: হোন্ডা সিভিক গাড়ী হিসেবে খুব ভাল, প্রায় সব মডেলেরই বিগ ইনার স্পেস, আকর্ষনীয় এক্সারিয়র ও ইন্টারিয়র ডেকোরেশন, আরামদায় সীট। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো এর স্পেয়ার পার্টস এর দাম অন্যান্য গাড়ীর তুলনায় অনেক বেশী কিন্তু সে তুলনায় রিসেল ভ্যালু কম।

২য় পছন্দ হতে পারে মিটসুবিশি, ভাল গাড়ী, আকর্ষনীয় এক্সারিয়র ও ইন্টারিয়র ডেকোরেশন, আরামদায় সীট। কিন্তু এরও রিসেল ভ্যালু কম।

দাম এবং রিসেল ভ্যালু চিন্তা করলে টয়োটার উপর কোন গাড়ী নাই, সার্ভিসও কোন দিক দিয়ে খারাপ নয়। সবচেয়ে ভাল দিক হলো পার্টস এর দাম তুলনামূলক ভাবে অন্য যে কোন ব্রান্ডের চেয়ে বেশ কম।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: রিসেল ভ্যালুর দিকে উনার তেমন নজর নাই, ছেলের গাড়ির দরকার ব্যাস।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
সাদা রং যথার্থ বলসেন।
দুঃখ হীন পৃথিবী আপনি যার জন্য এ পোস্ট দিসেন তাঁকে বলেন একটা ৬ সীটার অ্যারোপ্লেন কিনে ফেলতে ||

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আপনি কি অ্যারোপ্লেন চালাতে পারেন নাকি? তাখলে একখান কিন্নলাইতে কই।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

সোহানী বলেছেন: ভাই গাড়ি কিন্না কি করবেন.. দুইদিন পরতো কারো রাগ দু:খ হলে আপনার গাড়িতে আগুন দিয়ে দু:খ দূর করবে........... আমাদের দেশে সবারই দু:খ কস্ট কমানোর একমাত্র উপায় গাড়িতে আগুন দেয়া। কিন্তু তারা বুঝে না কি কস্টের গাড়িতে তারা আগুন দিচ্ছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি আর করার ভাই, উনাদের মনের জ্বালা নিবানোর জন্য একটা গাড়ি কিন্না দেওন দরকার

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

তন্ময় ফেরদৌস বলেছেন: আমি হোন্ডা ইন্টেগ্রা চালিয়েছি কিছুদিন। স্টাইলের কথা চিন্তা করলে ঠিক আছে। তবে সার্ভিসিং এ প্যারা নিতে হবে। আর রিসেল ভ্যালু বা পার্টসের এভাইবেলিটির কথা চিন্তা করলে টয়োটাতেই থাকেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আসলে আমার প্রথম পরামর্শ ছিল টয়োটা কিন্তু উর পছন্দ সিভিক, আর কি করার।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

মরদেহ বলেছেন: আপনি নতুন গাড়ি কিনতে চাইলে, একটা প্রবাদ মনে রাখবেন "যত গুড়, তত মিষ্টি"।
প্রথমত টয়োটা দেখতে পারেন।
তবে পুরনো/সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনতে চাইলে নিচের লিংকটা দেখতে পারেন।
আপনার এখানে মন্তব্য লিখতে গিয়ে দেখলাম বড় হয়ে যাচ্ছে, তাই আলাদাভাবে পোষ্ট করলাম, যাতে আপনার সাথে সাথে অন্য কেউ যদি আগ্রহী হয় তবে আলাদা সেই পোষ্ট থেকে পড়ে নিতে পারবেন।
লিঙ্কঃ
Click This Link

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

কালীদাস বলেছেন: খুবই ভাল গাড়ি। তবে বাংলাদেশের জন্য না, স্পেয়ার পার্টস পেতে জান খারাপ হয়ে যায় :(

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: দেখি সবাই যখন একই কথা বলছে সিভিক থেকে টয়োটাতে যাওয়া যায় কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.