![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিপ্লোমা আন্দোলন বাস্তবায়নে যারা পলিটেকনিক স্টুডেন্ট হয়েও বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট ইত্যাদি প্রতিষ্ঠানে পড়তে চান আমার মনে হয় তা বোকা ছাড়া আর কিছুই না...কারণ, বাস্তবে জেনারেল শিক্ষা আর টেকনিক্যাল শিক্ষার মধ্যে পার্থক্য অনেক | তাই আমাদের দাবি এটা হওয়া উচিত দেশে যে ৪টা নতুন পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিনে স্থাপিত ইঞ্জি: কলেজ গুলো পলিটেকনিকের স্টুডেন্টদেরকে ছেড়ে দেওয়া হোক,সে সব কলেজে শুধু মাত্র পলিটেকনিকের স্টুডেন্টরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ক্যাম্পাস গুলো ডুয়েট কতৃক নিয়ন্ত্রিত হবে|এতে করে পরের বছর থেকে ডিপ্লোমা স্টুডেন্টরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে||যারা যারা একমত পোষ্টটি কপি-পেষ্ট অথবা শেয়ার করুন||
আর আমাদের ফেসবুব পেজ ও ফেসবুক গ্রুপ এ জয়েন করে আমাদের সাথে থাকুন-
Like Our Facebook Page (Diploma in Textile Eng. Bangladesh-DTEB)
Join Our Facebook Group (Diploma in Textile Eng. Bangladesh-DTEB)
©somewhere in net ltd.