![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হোলো তাই এই পোষ্ট, কিছু ভাবনার খোরাক আছে বৈকি।
১. "রেডি হচ্ছে বাংলাদেশ । খাঁটি দুধের অঙ্গিকার নিয়ে রেডি আমরাও ।"
এইটা একটা মিল্কভিটা কোম্পানির বিজ্ঞাপন । স্বাভাবিক সেন্সে এইখানে থাকা উচিত্ ছিল একটি তরতাজা গাভীর ছবি । ছবি দেখা যেত সুদর্শন গাভিটি সবুজ মাঠে চরে বেড়াবে । কিন্তু ঐ বিলবোর্ডে আদৌ কি কোন গাভীর ছবি আছে ??? না নেই । গাভীর জায়গায় আছে এক তরুনীর ছবি । বিশেষ জায়গায় ফোকাস করা তরুনীটির ছবির সাথে উপরে ক্যাপসন লেখা । প্রশ্ন জাগে, আপনারা যে খাঁটি দুধের উত্স কি ??
২. "চলো বহুদূর"
এই বিলবোর্ডে দেখা যায় এক তরুনি হাত টাইটানিক স্ট্যাইলে দুইপাশে প্রসারিত করে এক পা উচু করে সামনে তাকিয়ে আছে এবং আশ্লীল ভঙ্গিমায় বহুদূর নির্দেশ করছে । হাত ছাড়া অন্য কিছু দিয়ে যে বহুদূর নির্দেশ করা যায় আগে যানতাম না । যাহোক এই বিজ্ঞাপন থেকে আমরা ঐ কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে কি ধারনা করতে পারি ?? :p
৩. "সারাদিনে একই রেট, সেরা নেটওয়ার্ক, সেরা প্যাকেজ, দেশ দেশ দেশ"
এক মোবাইল কোম্পানির বিজ্ঞাপন । এখানে দেখা যায় কলরেট কয়েক পয়সা কম হওয়ায় বিলাশবহুল ড্রেশ পড়ে কয়েশত সুন্দর তরুন তরুনীরা লম্ফ ঝম্ফ করছে । বৃষ্টিতেও ভিজে ভিজে আনন্দ প্রকাশ করছে । কোনদিন দেখেছন যে কোন জিনিসের দাম মাত্র কয়েক পয়সা কমানোয় সুন্দরী তরুনীরা দল বেধে নাচানাচি করছে আর অন্যদেরও কিনতে বলছে ???
৪. এক বিখ্যাত সাবান কোম্পানির বিজ্ঞাপনে দেখা যায় নায়িকা দোতালায় বাথটাবে ঐ সাবান দিয়ে গোছল করছে । ঐ সাবানের সুগন্ধ নিচতলা সবার নাকে পৌছে গেছে, আর নায়ক তখন "এ কোন সুবাস" বলে গান গাচ্ছে ।
ভাইরে, জীবনে তো আর কম সাবান গায়ে ঘষলাম না । কোনদিন এত দূর পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে পড়ে অন্যকে মাতোয়ার করতে দেখলাম না তো । নায়কের নাকে সমস্যা, নাকি আমাদেরই নাকে সমস্যা সেইটাই বুঝবার চেষ্টা করছি :/
৫. কয়েকটি বেসরকরী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপনে দেখা যায় ওয়েস্টার্ন ড্রেস পরিহিত অতীব সুন্দরীদের ছবি দিয়ে ছাত্রছাত্রীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হাচ্ছে । এটা কোন ধরনে ইংগিত ?? ভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিনা বর্ননা করলে কি ভালো মেধাবি শিক্ষার্থীরা আরো বেশি আকৃষ্ট হতো না ?? :o
৬. একটি পেইন্ট কোম্পানীর বিজ্ঞাপন বিলবোর্ডে দেখলাম প্রায় অনাবৃত এক নারী সাগরের পাশে পেছন দিক ফিরে আছে । দেয়ালে লাগানো রং এর সাথে এর সাথে এই নারীর সম্পর্ক কি ?? আজকাল মানুষে শরীরেও কি রং ঘষা হয় নাকি ??
৭. রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড গুলোতে শাড়ি গহনার বিজ্ঞাপন প্রায় চোখে পড়ে । ঐ বিলবোডগুলোতে শাড়ি গহনা প্রচারনা যতটুকু চোখে পড়ে, তারচেয়ে বেশি চোখে পড়ে এক একাধিক সুন্দরী মডেলদের দেহ প্রদর্শনীর প্রতিযোগিতা । আটসাট ছোটখাট পোশাকে মডেলদের দেখে পথচারীরা ঐ পন্য সম্পর্কে আদৌ কি কিছু জানতে পারবে ?? সেখানে পন্যেটির কোন গুনগান কি কোথাও বর্ননা থাকে ??
সম্পূরক মন্তব্যঃ
=> আপনি আপনার পন্যের বিজ্ঞাপন বানাতে চান ?
=> আপনার পন্যের বিজ্ঞাপনের বিলবোর্ডে পথচারী, ড্রাইভারদের আকৃষ্ট করতে চান ??
=>আপনার পন্যের কোন গুনগান বা কোন লোভনীয় অফারও না দিয়েও প্রচারনা চালাতে চান ??
সহজ সমাধান !! শুধু কয়েকজন সুন্দরী মডেল যোগাড় করে ওয়েস্টার্ন ড্রেস পড়ে দাড় করিয়ে দিন । তারপর তার কয়েকটি আকর্ষনীয় ছবি বা ভিড্যু বিলবোর্ড বা টিভিতে দিয়ে দিন । দেখবেন বিলবোর্ডের নিচে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে । আপনার পন্যেরও প্রচার ঘটলো । আর কথায় আছেঃ
"প্রচারেই প্রসার"
এ.এন.এম. নাসিম ফেরদৌস, সেবা প্রকাশনী ফেইচ বুক পেজ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৭
বাগসবানি বলেছেন: না ভাই কিছুই বানাতে চাইনা । দেইখ্যা এবং শুইন্যাই সাধ মিটে ।