নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমি এবার কাকে ভোট দিবো?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

গত নির্বাচনে অনেকটা নিঃসঙ্কোচে আওয়ামী লীগ কে জীবনের প্রথম ভোট টা দিয়েছিলাম। তারপর ও কিছু নির্দিষ্ট কারন ছিল আওয়ামী লীগ কে ভোট দেওয়ার। কিছু কারন নিচে দিলামঃ



১) বিএনপির দুর্নীতি

২)যুদ্ধাপরাধীদের বিচার

৩)জঙ্গিমুক্ত দেশ

৪)দ্রব্য মুল্যের উদ্ধগতি

৫)অসাম্প্রদায়িক বাংলাদেশ

৬)বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা ইত্যাদি।



কিন্তু আজকে এই সময়ে মনে হয় আমার প্রত্যাশা কি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পূরণ করতে পারছে উত্তর হল না।

তাহলে আমি কাকে ভোট দিবো পরবর্তীতে? নৈতিকভাবে আওয়ামী লীগ কে ভোট দেওয়া সম্ভব নয়। তাহলে কি আমি বিএনপি কে ভোট দিবো। যখন বিএনপির সভানেত্রী বলে তারেক জিয়া নির্দোষ তখন অবাক লাগে পরক্ষনই ভাবি হাজার হোক মা তো তাই বলে হয়ত কিন্তু যখন বিএনপির নীতিনির্ধারকরা তার সাথে গলা মিলায় তখন সত্যিই দুঃখ লাগে। তারপর ও না হয় আশা করলাম তারেক জিয়া ভাল হয়ে যাবে, আর কোন দুর্নীতি করবে না। কিন্তু সেইটা ভেবে যখন ভাবি বিএনপিকে ভোট দিব তখন ই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে মাথায় উদয় হয় জামায়েত ইসলামীর কথা যাদের যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে পরিস্কার অবস্থান। যাদের জোট সরকারের সময়ের জঙ্গি বাদের মূল হোতা হিসেবে ধরা হয়।



তখন আপনমনে ভাবি এবার বোধহয় কাউকেই ভোট দেওয়া হবে।



বিএনপির কাছে আকুল আবেদন আপনারা আপনাদের জোট থেকে জামায়েত ইসলামি কে বের করে দিয়ে আমার মত সাধারন ভোটার দের ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ করে দেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.