নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগ এবং ব্যান

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

আমি কিছু দিন আগে এই ব্লগে একটা অ্যাকাউন্ট খুলি। কোন ব্লগে এই প্রথম আমার অ্যাকাউন্ট খোলা । মনের কথা ব্লগে লেখা যায় তাই শুনেই অ্যাকাউন্ট টা আমি খুলেছিলাম এবং তিনটি লেখাও লিখেছিলাম। তারপর কিছুদিন গ্যাপ দিয়ে আজ অ্যাকাউন্টটা খুলতে গিয়ে দেখি আমাকে ব্যান করা হয়েছে। ব্যাপারটায় আমি পুরোই হতবাক । কারন আমি এমন কিছু লিখি নাই যেই কারনে তারা আমাকে ব্যান করতে পারে। আর কমেন্ট ত করতেই পারি নাই কারন তাদের নিয়ম অনুযায়ী ৭ দিন তারা পর্যবেক্ষণ করে দেখার পর কমেন্ট করার অনুমতি দেয়। তাই কারো পোস্ট এ আমি কোন কমেন্ট ই করতে পারি নাই। আচ্ছা ধরলাম ৭ দিনে আমার কর্মকাণ্ডে অ্যাডমিনরা যারপরনাই হতাস কিন্তু তাদের তো অন্তত পক্ষে আমাকে জানান দরকার ছিল তারা আমাকে কেন ব্যান করলো?আমি সত্যিই হতাশ । যেই প্লাটফরমে দাঁড়িয়ে মানুশ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের কেন এই বৈরি আচরণ? আবার এই ব্লগে অ্যাকাউন্ট খুললাম , আশা করি এবার ব্যান করার আগে অন্ততপক্ষে ব্যান করার কারন জানানো হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.