নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দেলোয়ার হোসেন সাইদির ফাসি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

সকল প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌ই আমাদের থেকে অধিক জানে। স্বাধীনতার পরের ৪০ বছরে সাইদি ইসলামের প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তার এই অবদান বাংলার মানুষ ভুলতে পারবে না । সে বাগ্মিতায় অসাধারন। তার কথা শুনে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহন করেছেন। কিন্তু স্বাধীনতার পরের কিছু কর্মকাণ্ডে খোদ বাংলার অনেক আলেমরা ক্ষুব্ধ ছিলেন যার ভিতর অন্যতম জামায়েত ইসলামীতে যোগ দিয়ে গনতন্ত্রে আস্থা আনা। যাই হোক ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অবদানের কারনে তিনি অনেক সাধারন মুসলমানের কাছে কিংবদন্তী হিসেবে ছিলেন। কিন্তু আজকের রায়টা বাংলাদেশের জন্য মাইলফলক। মানুষ হয়তো খারাপ থাকার পরে ভালো হলে আল্লাহের কাছে মাফ পায় । তবে তার দুনিয়ার খারাপ কর্মকাণ্ডের(যা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্থ হয়) তাকে দুনিয়াতেই শাস্তি পেতে হয় যা আমাদের পবিত্র ধর্মেই দেওয়া আছে। হয়তো দেলোয়ার হোসেন সাইদি শেষ বিচারের দিন আল্লাহ্‌ এর কাছে ক্ষমা পাবেন কিন্তু দুনিয়ায় করা কর্মকাণ্ডের জন্য যে রায় ঘোষিত হয়েছে তা আমাদের জন্য দৃষ্টান্ত। প্রত্যেকটা মানুষের জন্য আজকের রায় একটা শিক্ষা হয়ে দাঁড়ালো যে মানুষ যদি কোন অন্যায় করে তবে তার বিচার হবেই। তা পরে সে যতই সাধু হোক। ইনশাল্লাহ বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম সিঁড়ি হিসেবে দেখা যাবে এই রায়কে এবং মানুষ ভবিষ্যতে কোন অন্যায় করার আগে এই রায়ের কথা স্মরণ করবেন। আর ভাববেন পাপ করে দুনিয়ায় মাফ পাওয়া যাবে না।

জয় বাংলা

জয় জনতা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: জয় বাংলা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

তাজমুল আক্তার বলেছেন: জয় জনতা

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সোনি সুলতানা বলেছেন: ৪২ বছরের কলঙ্ক থেকে জাতি আজ মুক্ত হচ্ছে। এই বিজয় বাঙ্গালী জাতির, এই বিজয় তরুণ প্রজন্মের, এই বিজয় মুক্তিকামী সমগ্র জনতার, এই বিজয় গণজাগরণ মঞ্চের..

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

তাজমুল আক্তার বলেছেন: না আমরা এখনো পুরোপুরি কলঙ্কমুক্ত হতে পারি নাই। সকল যুদ্ধাপরাধীর সর্বচ্চ শাস্তির আগে আমাদের কলঙ্কমুক্তি ঘটবে না। এই যুদ্ধের মাত্র শুরুতে আমরা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

মিজভী বাপ্পা বলেছেন: ভাল হইছে বাংলার এই ইবলিশ গুলোর ফাঁসির জন্য।তাড়াতাড়ি সব গুলার যেন ফাঁসি কার্যকর করা হয় এখন সেটাই কামনা করছি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

তাজমুল আক্তার বলেছেন: আমীন

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

বিদ্রোহী মজলুম বলেছেন: সকল দলেই রয়েছে যুদ্ধাপরাধী। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী একজন যুদ্ধাপরাধী। তার বিচার চাই

https://www.facebook.com/REAL.WAR.CRIMINAL

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

তাজমুল আক্তার বলেছেন: অবশ্যই । ইনশাল্লাহ বাংলার মাটিতে একটাও যুদ্ধাপরাধীও নিস্তার পাবে না। আমিন

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

লুব্ধক০১ বলেছেন: জয় বাংলা
জয় জনতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

তাজমুল আক্তার বলেছেন: জয় বাংলা

জয় জনতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.