নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

অরন্যে রোদন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আজকে সাইদির যেসব অপরাধ প্রমানিত হয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, হিন্দুদের গণহত্যা , হিন্দুদের ধর্ষণ ইত্যাদি সহ আরও অপরাধ। এখানে উল্লেখযোগ্য দিক হল সাইদি সাহেবের হিন্দুদের উপর আক্রোশ। ৪২ বছর আগের এই আক্রোশ আর অপরাধের জন্য আজকে তিনি অপরাধী সাব্যস্ত হলেন। অপরদিকে তার সাঙ্গোপাঙ্গরা ঠিক ৪২ বছর আগের ইতিহাসের নোংরা অধ্যায় ফিরিয়ে এনে মন্দিরে আগুন দিচ্ছে, হিন্দুদের মারছে। তারা ইসলামের কথা বলে অশান্তি সৃষ্টি করছে। হ্যা, আমাদের বিশ্বাস সরকার এই নব্য রাজাকারদের সঠিকভাবে দমন করতে পারবে । আর আমরা জনগন যদি তোমাদের উপর ক্ষেপী তবে আমাদের কিন্তু তোমাদেরকে শায়েস্তা করতে ৪২ বছর লাগবে না কারন ৭১ এ সাইদির সাথে পাক বাহিনী ছিল আর এখন কিন্তু তোমরা জনবিচ্ছিন্ন আর অন্ধ বিশ্বাস নিয়ে আছো। এখনও সময় আছে তোমরা সত্য বোঝ যে এই দেশ তোমার এইখানে ফিতনা- ফ্যাসাদ করলে তোমার দেশেরই ক্ষতি হবে । আর যেই পবিত্র ধর্ম ইসলামের প্রতিনিধিত্ব তুমি করতেস তার অর্থই হচ্ছে শান্তি।



আল্লাহ্‌ আমাদের সবাইকে জ্ঞান দিক, ক্ষমা করুক।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.