নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

অরন্যে রোদন পার্ট টু

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

আমি কখনো কোন আন্দোলনে যাই নাই, মিছিলে যাই নাই, মিটিঙে যাই নাই।

৫ই ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় শোনার পর নিজেকে প্রতারিত মনে হয়েছিলো তাই প্রজন্ম চত্বরে গিয়েছিলাম।

এখনো আমি সেই আন্দোলন এর সাথে এক হয়ে আছি তাদের দাবি আর আন্দোলন এর ধরনের কারনে।

হ্যা , আমি অহিংসতার কথাই বলছি। আমি মনে করি একটা স্বাধীন গনতান্ত্রিক দেশে আন্দোলন হতেই পারে কিন্তু অবশ্যই হতে হবে অহিংস। আমাদের কোন অবস্থাতেই গনতান্ত্রিক দেশে সহিংস আন্দোলন করা উচিৎ নয়। আপনি বলতে পারেন পুলিশি অত্যাচারের কথা। পুলিশ যদি অন্যায় ভাবে অত্যাচার করেই তবে মানুষ এর জবাব দিবেই। সাথে সাথে জবাব না দিক ভোটের সময় হলেও দিবে। আপনি কি মনে করেন প্রাইমারীর শিক্ষকদের উপর পিপার স্প্রে নিক্ষেপ এর নামে যেই অত্যাচার করা হয়েছিলো তা জনগন ভুলে গেছে। জনগন ভুলে নাই। আজকে জামাত শিবির এর ভাইয়েরা যে যুদ্ধেংদেহী মনোভাব নিয়ে রাস্তায় নেমেছেন আপনারা কি একবারও ভেবেছেন আপনারা কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? এই যুদ্ধের ফল কি ভালো হবে? আজ একটি দিনে কত মানুষের জীবন গেলো, এর জন্য দায়ী কারা থাকবে? আপনারাই বলেন আজ মারা গেল কারা? আজকে এই দেশের কিছু মানুষ মারা গেল। একেবারেই সাধারন কিছু মানুষ। যারা ক্ষমতার পালাবদল বোঝে না, নীল নকশা বোঝে না, বিদেশী শক্তি বোঝে না শুধু বোঝে নেতার নির্দেশ। নেতারা আপনারা এই সহিংস নির্দেশ দেন কেন? আজকে আমাদের বাংলাদেশে আপনাদের নির্দেশে কিছু সংখ্যালঘুর ঘরবাড়ি পোড়ানো হল কালকে যদি ভারতে আমার নিরীহ মুসলমান ভাইদের উপর অত্যাচার করে তবে এর দায়ভার কি আপনি নিবেন? আমাদের ধর্ম শান্তির ধর্ম । তাই সহিংস আন্দোলন বাদ দেন। জনগনের আর জান মালের ক্ষতি কইরেন না। অহিংস আন্দোলনে যদি পুলিশি হস্তক্ষেপ হয় তবে জনগন তা দেখবে। ভোটের ব্যালটেই তার জবাব দিবে। গনতান্ত্রিক আন্দোলনে সফল হইতে হলে অনেক জুলুম / অত্যাচার স্বীকার করেই তা করতে হয়। তারপরেই জনগনের সান্নিধ্য লাভ করা যায় এখানে কোন শর্টকাট নাই। যারা সহিংস/ চক্রান্ত করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়। তাই যাই করুন শান্তি বিনষ্ট কইরেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.