নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

দেশ আজ গভীর সংকটে - এর কারন ও আমাদের করনীয়

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

আজকের পত্রিকা পড়ে হৃদয় দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল। এভাবে মানুষের মৃত্যু কোনভাবেই কাম্য নয়। তার উপর তারা আবার নিজের দেশের লোক। খুব কষ্ট লাগে এই সহিংসতার কারন ভাবলে। আরও দুঃখ হয় যে যারা এই অনৈতিক সহিংস আন্দোলন করতেছে ওরা পুরোপুরি ব্রেইন ওয়াশড। ওরা আমাদের ভাই, ছেলে, বাবা তাই ওদের কিভাবে ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায় সেই কথা ভাবেন। ওরা কেন ব্রেইন ওয়াশড তা নিম্নে দিলামঃ-



১) ওরা অন্ধ ভাবে ওদের নেতাদের অনুসরন করে। নেতাদের নির্দেশের সত্য মিথ্যার প্রভেদ বোঝার চেষ্টা করে না।

২) ওরা মনে করে ১৯৭১ সালের একটা মুক্তিযুদ্ধ একটা গণ্ডগোল।

৩) ওরা মনে করে এই বাংলাদেশ সৃষ্টিই ভুল, এই দেশের পাকিস্তানের সাথে থাকা উচিৎ।

৪) ওরা মনে করে ১৯৭১ সালে যারা পাকিস্তান রক্ষা করা চেষ্টা করেছে মানে রাজাকাররাই প্রকৃত যোদ্ধা।

৫) ওরা ওদের রাজনৈতিক নেতাদের ধর্মীয় নেতা মনে করে।

৬) ওরা মনে করে ওদের বিরোধী যারাই আছে তারা বিপথগামি। এই ক্ষেত্রে নাস্তিক শব্দটা তারা সবচেয়ে বেশী ব্যাবহার করে।।

৭) ওরা মনে করে সসস্র বিপ্লবের মাধ্যমে বহু মুসলমানের জীবনের বিনিময়েও যদি ওরা ক্ষমতায় যেতে পারে সেইটাই হবে এই দেশে ইসলাম কায়েম।

৮) ওরা মনে করে এই দেশ শুধু মুসলমানের এখানে অন্য কোন ধর্মের লোক থাকতে পারে না মানে ওরা চায় ৪৭ এর দেশবিভাগের চেতনায় ফিরে যেতে। ইত্যাদি।



এমন না যে সমস্ত পয়েন্ট ওদের সাথে মিলে যাবে তবে বেশীরভাগ ক্ষেত্রেই এই গুলো সত্য।



এমনি আরও নানা ধরনের ভুল বিশ্বাসে বিশ্বাসী ওরা। এই ভুল বিশ্বাসে বিশ্বাসী যারা তাদের জন্য কি আপনার দুঃখ হয় না? তাদের জন্য কি আপনার মায়া লাগে না? আপনি একজন প্রকৃত মানুষ হলে এই অন্ধত্ব বরণকারী অসহায় মানুষের মৃত্যুতে উল্লাশ করতে পারবেন না। কারন তাদের এই পরিনতির জন্য আমরাই দায়ী। জিয়াউর রহামান তাদের রাজনীতি করার সঅনুমতি দিয়েছিলো কারন তার দরকার ছিল বিরোধী দল। ১৯৮৬ সালে এরাশাদ এর নামকাওাস্তে নির্বাচনে অংশগ্রহন করেছিল আওয়ামী লীগ আর জামায়াত ইসলামী। এরশাদ তখন ওদের ব্যাবহার করে। ১৯৯৬ তে তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামী লীগের সাথে হাতে হাত রাইখা আন্দোলন করেছিল জামায়াত ইসলাম। আর ২০০১ থেকে তো তারা ভালভাবেই গাঁট বেধে রয়েছে বিএনপির সাথে।

রাজপথের আন্দোলনের জন্য ছাত্র শিবির সবারই খুব পছন্দের ফল আর সব রাজনৈতিক দলই তাদের কম বেশী ব্যাবহার করেছে। এখন আপনিই বলুন প্রতিটি দল কি তাদের ভরণপোষণ করেনি? রাজনৈতিক দল গুলো এদের ব্যাবহার করছে আর এই ফাকে এই দলের নেতারা তাদের গোরা কিছু সমর্থক তৈরি করেছে। আজকে যারা প্রান দিচ্ছে তারাই সেই গোরা সমর্থক।



আজকে আপনার, আমার সহ প্রতিটি দলের এই সমস্যা মোকাবেলায় এগিয়ে আসতে হবে। আপনার পরিচিত জামায়াত শিবিরের লোকদের বুঝান। বুঝাতে গিয়ে কোন ভাবেই উত্তেজিত হবেন না তাদের হাজারও অযৌক্তিক যুক্তি সুনলেও । হ্যা , আমি জানি তাদের বুঝানো প্রায় অসম্ভব কাজ কিন্তু কালকে যদি এই অন্ধত্ব আর অন্যায় আন্দোলনের জন্য প্রান দেয় তবে আপনি কি নিজের বিবেকের কাছে শুদ্ধ থাকতে পারবেন?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

অভিযাএী বলেছেন: ভালো লেখেছেন ভাই

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

মো কবির বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। আসলে অনেকেই আমরা অনেক কিছু জানি না, তাই সবার এই জানা উচিত্র।

আসুন, ভাই আমরা এই দেশকে এই নোংরা রাজনীতি থেকে মুক্ত করি।
যোগ দিতে পারেন আমাদের এই গ্রুপে



০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

মারসেনারি বলেছেন: আমি একটা AK 47 চাই, সাথে ১২ টা মেগজিন, শিবিরের মিছিল দেখলেই অটোম্যাটিক বাটনে নিয়ে ব্রাশফায়ার করে যত জন মারা যায় মেরে ফেলব, এভাবে একটা একটা মেগজিন শেষ করবো, আমার এক বন্ধুর বক্তব্য

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

তাজমুল আক্তার বলেছেন: সাধারন মানুষের কথা এইগুলা, ব্যাক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। সবার বুইঝা শুইনা কাজ করতে হবে। নেতাদের ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দিতে হবে।

৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

মওদুদ মোমেন মিঠু বলেছেন: ভালো বলেছেন।

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

তাজমুল আক্তার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.