নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি

তাজমুল আক্তার

আমি আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বা জ্ঞানী ব্যাক্তি নই। কিন্তু আমি তাই বলি যাই বলি তা আমি বিশ্বাস করি।

তাজমুল আক্তার › বিস্তারিত পোস্টঃ

মুখে এক অন্তরে আরেক

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

বাংলাদেশে এমন কেউ নাকি নাই যে যুদ্ধাপরাধীর বিচার চায় না কিন্তু যখন ৫ই ফেব্রুয়ারিতে কাদের মোল্লার অপ্রত্যাশিত রায় শুনে আমরা সবাই শাহবাগে ফাসির দাবিতে আসলাম তখন অনেকেই চুপ ছিল। যখন প্রজন্ম চত্বরের সবাইকে গাঁজাখোর বলা হইলো তখনও তারা চুপ ছিল। যখন প্রজন্ম চত্বরের মা-বোনদের নিয়ে অশ্লীল কথা বলা হইলো তখনও তারা চুপ ছিল।যখন বিভিন্ন গন জাগরন মঞ্চে হামলা চালানো হল তখনও তারা চুপ ছিল। যখন প্রজন্ম চত্বরের সবাইকে নাস্তিক বলা হইলো তখনও তারা চুপ ছিল। যখন বলা হইলো শাহবাগে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে তখন তাদের ভিতর যারা প্রগতিশীল তারা চুপ থাকলো আর বাকিরা কাছা বেধে শাহাবাগের আন্দোলনের আন্দোলনকারীদের বিরুদ্ধে নেমে গেলো। আর আজ যখন সেইসব তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীরা বলে , আন্দোলন এ অতিরিক্ত দাবি তোলা হচ্ছে, আন্দোলনকারীদের শুধু যুদ্ধাপরাধীর ফাসির দাবিতেই সীমাবদ্ধ থাকা উচিৎ ছিল ।আর এছাড়াও কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। তখন সেই সব তথাকথিত বুদ্ধিজীবীর জন্য খুব করুনা হয়। আসুন আমরা দেখি সেইসব জ্ঞানপাপিরা কি নিয়ে প্রশ্ন তুলছে আর সেগুলোর যৌক্তিকতা কি?



১) স্থায়ী ট্রাইব্যুনাল।



এইটা একটা যৌক্তিক দাবি কারন আমরা চাই সকল যুদ্ধাপরাধীর সর্বচ্চ শাস্তি হোক।



২) জামায়াত শিবির কে নিষিদ্ধ ঘোষণা



এত কিছুর পর এইটা ব্যাখ্যা করা হাস্যকর।



৩) জামায়াত শিবিরকে ভরন পোষণকারী ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে সামাজিক ভাবে বয়কট।



জামায়াত শিবিরের অর্থের পাইপ লাইন বন্ধ না করলে ওদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনও শেষ হবে না তাই এটা খুব গুরুত্বপূর্ণ।



৪) প্রজন্ম চত্বরের খাবারের যোগান।



খাবার নিয়া তাদের এত মাথা ব্যাথা কেন সেইটাই তো বোধগম্য হয় না।



৫) আন্দোলনে পুলিশি নিরাপত্তা



যারা এই দাবি তোলে তাদের কাছে আমি জানতে আপনারা কি চান এখানে স্বাধীনতা বিরোধীরা আক্রমন করুক আর একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হোক? তাদের এই চাওয়ার পিছনের কারন অনুসন্ধান করা দরকার। তারা কেন চায় দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হোক এইটা একটু তলিয়ে দেখা দরকার।



সর্বোপরি দেশে এমন বহুত জ্ঞানপাপী আছে যারা মুখে মুখে বলে যুদ্ধাপরাধীর বিচার চায় কিন্তু অন্তরে এইটা ধারন করে না। তাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

কলাবাগান১ বলেছেন: সর্বোপরি দেশে এমন বহুত জ্ঞানপাপী আছে যারা মুখে মুখে বলে যুদ্ধাপরাধীর বিচার চায় কিন্তু অন্তরে এইটা ধারন করে না। তাদের সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.